এনএফবি, নিউজ ডেস্কঃ
একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে গো-হারান হারিয়ে তিনি জাতীয় স্তরে বিজেপি বিরোধী নেত্রী হিসাবে স্বীকৃত। দেশের পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে। এই পরিস্থিতিতে বিজেপি বিরোধী পালে হাওয়া দিতে হিন্দি বলয়ের গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে প্রার্থী না দিলেও লড়াইয়ে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যোগীর নেতৃত্বাধীন বিজেপি রাজ্য সরকারের পতন ঘটাতে লড়বেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সমর্থনে।
অখিলেশ আগেই আসন্ন নির্বাচনী লড়াইয়ে বাংলার দিদিকে পাশে চেয়ে বার্তা দিয়েছেন। আজ মঙ্গলবার কালীঘাটে নিজের বাসভবন থেকে সমাজবাদী পার্টির প্রতিনিধি কিরণময় নন্দকে পাশে থাকার কথা জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
জানা গেছে, ৮ ফেব্রুয়ারি মমতা লখনউ যাচ্ছেন। সেইদিন অখিলেশ যাদবের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে হবে ভার্চুয়াল জনসভা। তবে সেই জনসভার দিন এখনও ঠিক হয়নি বলেই জানা গেছে।
বাংলার নেত্রীর এই সিদ্ধান্তকে ঘুরিয়ে হলেও স্বাগত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এ দিন অধীর বলেন, “যাক মমতার শুভবুদ্ধির উদয় হয়েছে। গোয়ার মতো বিজেপি বিরোধী শক্তিক্ষয় করতে তিনি উত্তরপ্রদেশ যাচ্ছেন না সেটা ভালো কথা।“ অপরদিকে বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, “ বেণারস নতুন সাজে সেজেছে। কাশী বিশ্বনাথ মন্দির ও সংলগ্ন এলাকার আমূল সংস্কার হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী তা দেখে আসলে ভালো লাগোবে। আর রাতের বেলায় লখনউয়ের চেহারাটা অন্যরকম।“