জুলাই 3, 2024
Latest:
জেলা

পদব্রজে ভারতে ভ্রমণের উদ্দেশ্যে বহরমপুরে কেরলের যুবক

এনএফবি,মুর্শিদাবাদঃ

“থাকবো নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগতটাকে” মানুষ এই সৃষ্টি জগতের সৌন্দর্য অবগাহন করার জন্য নানাভাবে পৃথিবীর বুকে বিচরণ করে চলেছে। তেমনই কেরলের ৩১ বছর বয়সী জোজো জর্জ নামে এক যুবক পায়ে হেঁটে ভারত ভ্রমণ করবেন বলে সংকল্প করেছিলেন আজ থেকে চার বছর আগে। অবশেষে ১ নভেম্বর ২০২১ কেরালার জেলা থেকে পায়ে হেঁটে বেরিয়ে পড়েছেন।

জানা গেছে ,অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যা পার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। পশ্চিমবঙ্গের মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদীয়া পার হয়ে মুর্শিদাবাদের প্রবেশ করে গতকাল রাতে পৌঁছান ডোমকলে। আজ সেখান থেকে বহরমপুরে আসেন তিনি। দীর্ঘপথ পাড়ি দেবার সময় রাত্রি বাস করেছেন কখনো রেলওয়ে স্টেশনে কখনো পেট্রলপাম্পে কখনো হাসপাতালে কখনো আবার ফুটপাতে, আবাসিক হোটেলে। ওই যুবক বলেন, দীর্ঘ পথে অনেকেই আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা এবং উৎসাহিত করেছে। আজ মুর্শিদাবাদ হয়ে মালদা জেলায় যাবেন।

নিজস্ব চিত্র

তিনি বলেন, এই ভ্রমণের মূল লক্ষ্য আমদের এক দেশ এক মানুষ। আমরা কেউ আলাদা নয়। এই বার্তা তিনি বহন করে চলেছেন। দেশের সমস্ত বর্ডার এলাকা দিয়ে পায়ে হেঁটে গোটা দেশ ভ্রমণ করবেন বলে জানিয়েছেন জোজো জর্জ।