জুলাই 5, 2024
Latest:
জেলা

পাঁচে পা মঙ্গল শোভাযাত্রার, বহরমপুর মাতলো নব উদ্দিপনায়

এনএফবি, মুর্শিদাবাদঃ

মহামারী করোনা, লকডাউনের কারণে দুবছর আনুষ্ঠানিক ভাবে বহরমপুর শহরে উদযাপিত হয়নি মঙ্গল শোভাযাত্রা। তবে এবারে ইংরেজি ২০২২ সালের ১৫ ই এপ্রিল ১৪২৯ বঙ্গাব্দে নববর্ষের সকালে বহরমপুর শহরে পালিত হল মঙ্গল শোভাযাত্রার অনুষ্ঠান। বৈশাখী গান, নাচে মেতে উঠলো আট থেকে আশি সকলেই। বাঙালি পোশাকে বাংলার কৃষ্টিকে মেলে ধরতে দেখা গেল মঙ্গল শোভাযাত্রায়। আনুমানিক একহাজার মানুষের উপস্থিতি এই উৎসবকে নতুন প্রাণ এনে দিয়েছেন বলে মনে করছেন উদ্যোক্তারা।

এদিন মঙ্গল শোভাযাত্রায় সাংস্কৃতিক সংগঠন গুলির পাশাপাশি সামাজিক সংস্থা এবং শিক্ষাঙ্গন গুলিরও উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। মঙ্গল শোভাযাত্রার অন্যতম আহ্বায়ক সৈয়দ তৌফিকুল ইসলাম জানান, “এই অনুষ্ঠান, এই শহর তথা জেলাবাসীর অনুষ্ঠান হয়ে উঠেছে। যা তাদের নিজস্ব অনুষ্ঠানে পরিণত হয়েছে। এই শোভাযাত্রা জনগণের শোভাযাত্রা হয়ে উঠেছে। ” সর্বস্তরের মানুষেরা এই শোভাযাত্রায় পা মিলিয়েছেন বলে জানা গিয়েছে। বছর শুরুর সকালে এমন শোভাযাত্রায় পা মেলাতে পেরে খুশি শহরবাসীও।