জুলাই 5, 2024
Latest:
রাজ্যলেটেস্ট

তদন্তে অসহযোগিতা, মাঝরাতে গ্রেফতার মানিক

এনএফবি, কলকাতাঃ

শেষ রক্ষা হলো না। শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল বিধায়ক তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য।
১১ অক্টোবর রাত ১ টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করে মানিককে।

সোমবার বিকেলে নিয়োগ দূর্নীতি মামলায় তলব করে ইডি। জানা গেছে, নির্ধারিত সময়ের বেশ কয়েকঘন্টা পরে সিজিও কমপ্লেক্সে পৌঁছান মানিক। রাতভর চলে জিজ্ঞাসাবাদ। মাস্টার শিট কেন চান? ইডির এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনি তৃণমূল বিধায়ক। অবশেষে তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা প্রাক্তন পর্ষদ চেয়ারম্যানকে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, সেই রাতেই সিবিআইয়ের মুখোমুখি হতে হবে মানিককে। কিন্তু মানিক সেদিন দিল্লিতে। তারপর শর্তসাপেক্ষে প্রথমে দুদিন ও পরে দশ দিনের রক্ষাকবচ পান মানিক।সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হয় গতকাল ১০ অক্টোবর। আর ইডি তাঁকে গ্রেফতার করেছে ক্যালেন্ডারে ১১ অক্টোবর পড়ার পর।

মঙ্গলবার আদালতে তোলা হবে মানিককে। শেষ পাওয়া খবর অনুযায়ী, জোকা ইএসআইতে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া তাকে।