জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

চল্লিশটি দাঁতাল হাতির তাণ্ডবে ত্রস্ত ঝাড়গ্রামের মানিকপাড়া

এনএফবি, ঝাড়গ্রামঃ

সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার জটিয়া এলাকা থেকে প্রায় চল্লিশটিরও বেশি দাঁতাল হাতি মানিকপাড়া এলাকায় প্রবেশ করে। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গুপ্তমনি এলাকায় ছয় নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে রেললাইন পার হয়ে মানিকপাড়া এলাকায় ঢোকে ওই হাতি গুলো। হাতির দল যখন রেললাইন পারাপার করছিল সেই সময় খড়্গপুর টাটা রেললাইনে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। হাতির দল রেললাইন পার হওয়ার পর ট্রেন চলাচল শুরু করে। প্রায় ৪০ টিরও বেশি হাতির দল ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া এলাকায় ঢুকে পড়ায় ওই এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল। যার ফলে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন মানিকপাড়া এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে রয়েছে বন দফতরের কর্মীরা। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতিকে উত্যক্ত করতে নিষেধ করা হয়েছে ।

দাঁতাল হাতির রেললাইন পারাপার। নিজস্ব চিত্র

যেভাবে হাতির দল সোমবার সন্ধ্যা নাগাদ ওই এলাকায় ঢুকে মাঠে গিয়ে ফসলের ক্ষতি করছে তাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা। যদি রাতভর হাতির দল তাণ্ডব চালায় তাহলে আরও ফসলের ক্ষতি করবে বলে গ্রামবাসীরা আশঙ্কা করছেন। বনদফতরের পক্ষ থেকে ওই হাতির দলের গতিবিধির ওপর নজরদারি শুরু করা হয়েছে। সেইসঙ্গে গ্রামবাসীদের আশঙ্কা, হাতির দল যদি ফের রেললাইনের উপর চলে যায় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে । তাই বনদফতরের কাছে গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয় যে রেললাইন এলাকায় বন দফতরের কর্মীরা যেন নজরদারির কাজ চালিয়ে যায়। এছাড়াও ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, লালগড়, জামবনি থানা এলাকায় বিভিন্ন জায়গায় হাতির দল তাণ্ডব চালাচ্ছে বলে গ্রামবাসীরা জানান। ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি করছে হাতির দল। সেই সঙ্গে খাবারের সন্ধানে একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়ছে হাতি, যার ফলে ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে।