জুলাই 1, 2024
Latest:
ফিচাররাজ্য

পুজোর ঠিক আগেই বাতিল বহু দূরপাল্লার ট্রেন

এনএফবি, কলকাতাঃ

দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব ৷ আর গত দুবছর করোনার জন্য সেইভাবে কেউই পুজোয় আনন্দে শামিল হতে পারেনি ৷ ভ্রমণ প্রিয় বাঙালি পুজোর ছুটিতেই নাড়ির টানে ঘরে ফেরে , কেউ আবার ঘুরে বেড়ানোর নেশায় নিজের শহর ছেড়ে বেড়িয়ে পড়ে দেশ দেশান্তরে ৷ তবে ভ্রমণ প্রিয় বাঙালির জন্য হঠাৎই দুঃসংবাদ নেমে এলো পুজোর আগে ৷ দূরপাল্লার বহু ট্রেন বাতিল করা হয়েছে ৷

জানা গেছে ,২৮ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ-পূর্ব ও মধ্য রেলের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ছত্তিশগঢ়ের বিলাশপুর ডিভিশনে ইন্টারলকিং এবং নন- ইন্টারলকিংয়ের কাজ চলার করাণেই এই ট্রেন বাতিল করা হয়েছে। এর জেরে হাওড়া থেকে বহু জায়গার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ৷

বাতিল হওয়া ট্রেনগুলি হল যথাক্রমে –

হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-মুম্বই সিএসএমটি মেল, সাঁতরাগাছি-জবলপুর হামসফর এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুণে হামসফর এক্সপ্রেস, হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস, শালিমার-লোকমান্য তিলক এক্সপ্রেস, পোরবন্দর-শালিমার এক্সপ্রেস, শালিমার-উদয়পুর এক্সপ্রেস, সাঁতরাগাছি-পোরবন্দর এক্সপ্রেস।

শুধু দূর পাল্লার ট্রেনই নয়, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে হাওড়া-বর্ধমান শাখায়। হাওড়া-বর্ধমান শাখার মেন লাইনে বাতিল করা হয়েছে – ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৭৮৩৮, ৩৭৮৪০, ৩৭৮৪২, ৩৭৮৪৪ এবং ৩৭৮৪৬। হাওড়া-বর্ধমান শাখার কর্ড লাইনে ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৬৮৪২ এবং ৩৬৮৪৪