জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

মারাদোনার হ্যান্ড অফ গড জার্সি নিলামে

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৫ নভেম্বর প্রয়াত হয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো আলমান্দ্র মারাদোনা। গোটা বিশ্ব চোখের জলে ফুটবল ঈশ্বরকে বিদায় জানায়। আর এবার নিলামে উঠতে চলেছে তাঁর সেই ১৯৮৬ সালের বিশ্বকাপের বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ গোলের জার্সিটি। নিলামের দর শুনলে চোখ উঠবে কপালে। ভারতীয় মুদ্রায় সেই জার্সিটির বেস প্রাইজ রাখা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফুটবল ইতিহাসের সেরা বিতর্কিত গোলটি করেছিলেন মারাদোনা। ডিফেন্ডারের তুলে দেওয়া বল ফিস্ট করতে যান গোলরক্ষক পিটার শিল্টন। সেই বলে লাফ দিয়ে হেড করার বদলে হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা। এই গোলটিকে পরবর্তীতে ‘হ্যান্ড অফ গড’ বলে আখ্যা দিয়েছিলেন স্বয়ং দিয়েগো। যদিও সেই বিতর্কিত গোলের ৪ মিনিটের মধ্যেই শতাব্দীর সেরা গোলটি ফুটবল ভক্তদের উপহার দিয়েছিলেন মারাদোনা। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একের পর এক ইংলিশ ডিফেন্ডারদের কাটিয়ে শেষে গোলরক্ষককে কাটিয়ে গোলটি করেছিলেন ।সেই ম্যাচে আর্জেন্টিনা জয় পায় ২-১ ব্যবধানে। সেই বিশ্বকাপের পরে এখনও ফুটবল বিশ্বকাপ জিততে পারেনি নীল সাদা ব্রিগেড।

এবার সেই ম্যাচের জার্সি নিলামে তোলার পরিকল্পনা নিয়েছে ‘সোদিবাই’ নামক এক সংস্থা। সেই বিখ্যাত জার্সি এই মুহূর্তে রাখা আছে ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে। সেখানকার জাতীয় ফুটবল মেক্সিকো সিটিতে ১৯৮৬ সালের বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনালের পর ইংল্যান্ডের সেই ম্যাচের মিডফিল্ডার স্টিভ হজের সঙ্গে জার্সি বদল করেন মারাদোনা। স্টিভ বলেছিলেন, “টানেলের ভিতর দিয়ে ফেরার সময় মারাদোনার সঙ্গে সে দিন জার্সি বদল করতে পেরেছিলাম।” সোদিবাই-এর এক কর্মকর্তা ব্রাহাম ওয়াকটার বলেন, “মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ গোলের জার্সিটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ক্রীড়া সামগ্রীর ছোট্ট তাকিকায় জায়গা করে নিয়েছে। কারণ মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ গোল ক্রীড়াঙ্গনের আইকনিক মুহূর্ত।”আগামী ২০ এপ্রিল থেকে নিলাম প্রক্রিয়া শুরু হবে এবং চলবে ৪ মে পর্যন্ত।

২০২০ সালে ২৫ নভেম্বর মৃত্যু হয় মারাদোনার । হৃদযন্ত্র বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজপুত্র । যদিও তার মৃত্যুর আসল কারণ নিয়ে বিতর্ক রয়েছে । মৃত্যুর পরে তার সম্পত্তি নিয়ে পরিবারের লোকেদের মধ্যে বিবাদ শিরোনামেও আসে। তাঁর মৃত্যুতে তিন দিন রাষ্ট্রশোক পালন করেছিল আর্জেন্টিনা। দুইবার কলকাতায়ও আসেন ফুটবল রাজপুত্র।