জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

পরিবেশ দিবসে দূষণ রোধে পদযাত্রা কোলাঘাটে

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইজনিত দূষণ নিয়ন্ত্রণ সহ মেচেদা শহরের আবর্জনা থেকে জৈব সার তৈরির প্রকল্প অবিলম্বে চালু, বাঁপুর খালে দূষিত জল ফেলা বন্ধ করে সম্পূর্ণ খাল আসন্ন বর্ষার পূর্বে সংস্কার প্রভৃতি ১১ দফা দাবিতে “কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটি”র উদ্যোগে আজ সকাল ৮ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা মেচেদা শহর পরিক্রমা করে। শোভাযাত্রা শেষে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটে প্রায় দুঘন্টা বিক্ষোভ প্রদর্শন করে ভুক্ত ভোগীরা। পরে এক প্রতিনিধি দল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার অপু মজুমদারের নিকট স্মারক লিপি জমা দেন।

নিজস্ব চিত্র

আজকের এই পরিবেশ সচেতনতা মূলক বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি অধ্যাপক জয় মোহন পাল, যুগ্ম সম্পাদক ডঃ তপন কুমার মন্ডল, প্রাক্তন আবহবিদ অশোক হাজরা, ডাক্তার কালি শংকর পাত্র, নারায়ণ চন্দ্র নায়ক প্রমূখ। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটি মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক বলেন, দীর্ঘ আন্দোলনের পরিপেক্ষিতে দূষণের মাত্রা খানিকটা কমলেও এখনও স্বাভাবিক অবস্থায় আসে নি। অতি সত্ত্বর দূষণ নিয়ন্ত্রণে আমরা ১১ দফা প্রস্তাব আজকে জেনারেল ম্যানেজারের নিকট রেখেছি। দ্রুত কার্যকরীর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে কমিটি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।