জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

হায়দ্রাবাদ ম্যাচেও জয় চান মারিও

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

তাঁর প্রশিক্ষণে মরশুমের মাঝখান থেকে যে নতুন স্টাইলে খেলা শুরু করেছে এসসি ইস্টবেঙ্গল, সেই স্টাইলেই খেলার প্রবণতা এ বার থেকে লাল-হলুদ খেলোয়াড়দের মধ্যে দেখা যাবে বলে জানালেন তাদের নতুন স্প্যানিশ হেড কোচ মারিও রিভেরা। সোমবারের ম্যাচে দুই বিদেশি ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচ ও মার্সেলোকে একসঙ্গে খেলতে দেখা যেতে পারে। সেই প্রসঙ্গেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে শোনা গেল তাঁকে। কী বললেন রিভেরা, জেনে নেওয়া যাক।

গত ম্যাচে জয়ের ফলে যে আত্মবিশ্বাস ও ছন্দ পেয়েছেন, তা ধরে রাখবেন কী ভাবে?

উত্তরঃ যে কোনও দলের পক্ষেই জয় ব্যাপারটাই খুব ভাল। দলের পরিবেশ ভাল থাকে। জয় সব সময়ই সাহায্য করে দলকে। এতে আরও বেশি পরিশ্রমের উৎসাহ বাড়ে। তবে এক ম্যাচে জিতলে পরের ম্যাচ সহজ হয়ে ওঠে না। তবে ছেলেদের আত্মবিশ্বাসী করে তোলার পক্ষে যথেষ্ট।

আপনাদের নতুন ফরোয়ার্ড মার্সেলোকে কবে মাঠে দেখা যাবে?

উত্তরঃ মার্সেলো কালকের ম্যাচে থাকবে। তবে শুরু থেকেই খেলবে না, দ্বিতীয়ার্ধে নামবে, জানি না। মাঠে নামার জন্য ও তৈরি। তবে কত মিনিট ও খেলতে পারবে, তা পরখ করে দেখতে হবে।

মার্সেলোকে দেখে আপনার কেমন লাগল?

উত্তরঃ মার্সেলো সত্যিকারের একজন ভাল নাম্বার নাইন। ও ভাল ফিনিশারও। সেন্ট্রাল ব্যাকদের মাঝখান দিয়ে উঠতে পারে। ও এমন একজন খেলোয়াড়, যে অনেকক্ষণ বল পায়ে না পাওয়ার পরেও যদি একবার বক্সের মধ্যে বল পায়, তা হলে গোল করে দিতে পারে। ওর পায়ে হয়তো বেশিক্ষণ বল থাকবে না বা প্রচুর ড্রিবল করবে না ও। কিন্তু বল পেলেই সেখান থেকে গোল করে দিতে পারে, এমন স্ট্রাইকার। সত্যিই খুব ভাল ফুটবলার।

গত ম্যাচে জয়, পরের দুই ম্যাচের জন্য কতটা মানসিক শক্তি জোগাল আপনাদের?

উত্তরঃ জিতলে তো মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়বেই। এতে ভাল ফুটবল খেলার উৎসাহ বাড়ে। গত ম্যাচে আমাদের ডিফেন্সের পারফরম্যান্স দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই মানসিক ভাবে ছেলেরা কতটা ভাল জায়গায় রয়েছে। মানসিক ভাবে ভাল জায়গায় না থাকলে কখনও এত ভাল ডিফেন্স করা যায় না।

হায়দ্রাবাদ প্রতিপক্ষ হিসেবে কেমন?

উত্তরঃ হায়দরাবাদ লিগের অন্যতম সেরা দল। সম্ভবত ওদের দলের ভারসাম্য সবচেয়ে ভাল। আক্রমণে যেমন ওঠে, তেমনই ডিফেন্সও করে খুব ভাল। ওদের একজন ভাল কোচও আছেন। ভারতীয় ফুটবলের সঙ্গে উনি খুব দ্রুত মানিয়ে নিয়েছেন। খুব ভাল খেলছে ওরা। ওদের দলে সর্বোচ্চ স্কোরার (বার্থোলোমিউ ওগবেচে) রয়েছে। আমার কাছে ওরাই সবচেয়ে ব্যালান্সড দল।

পেরোসেভিচ অনেকদিন পরে মাঠে ফিরছেন। ওঁকে নিয়ে আপনার পরিকল্পনা কী?

উত্তরঃ আন্তোনিও আমাদের অনেকটাই সাহায্য করবে। খুব ভাল মানের খেলোয়াড় ও। খুব দ্রুত উঠতে পারে। ফাইনাল পাসেও যথেষ্ট ভাল। ফলে গোল করার ও করানোর ক্ষেত্রে ও আমাদের যথেষ্ট সাহায্য করবে। ও আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

গত ম্যাচে দেখা গিয়েছে, আপনার খেলোয়াড়রা বেশি লং বলে না গিয়ে পাস খেলে আক্রমণে উঠেছে। এই পজেশন-নির্ভর ফুটবলই কি দেখা যাবে হায়দ্রাবাদের বিরুদ্ধে?

উত্তরঃ হ্যাঁ, সেই চেষ্টাই থাকবে। বেশিরভাগই বল পায়ে রাখার চেষ্টা করব। তবে মরসুমের মাঝখান থেকে এই স্টাইল শুরু করে অভ্যাস করা কঠিন। তবে ধাপে ধাপে আমরা এটা অভ্যাস করার চেষ্টা করছি। রোজই এই ভাবে অনুশীলন হচ্ছে এবং খেলোয়াড়দেরও এই স্টাইলে খেলার আত্মবিশ্বাস বাড়ছে। ওদের আস্থাও বাড়ছে। আমরা ধাপে ধাপে এগোব।