জুন 29, 2024
Latest:
সাক্ষাৎকার

চার গোল খেলেও দলের খেলায় খুশি মারিও

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

হায়দ্রাবাদ এফসি-র কাছে চার গোলে হারার পরেও দলের ছেলেদের প্রশংসা শোনা গেল এসসি ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ হেড কোচ মারিও রিভেরার মুখে। এই হারের পরেও ডার্বিতে একই পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে নামবে তাঁর দল, জানিয়ে দিলেন রিভেরা।

ম্যাচের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আর কী বললেন তিনি? জেনে নেওয়া যাক।

এই হারে কতটা হতাশ আপনি? আজ কোথায় কোথায় পিছিয়ে গেল আপনার দল?

উত্তরঃ হারলে তো হতাশ হবই। তবে ছেলেদের পারফরম্যান্স ও ওদের খেলার তীব্রতার জন্য অবশ্যই গর্বিত হওয়া উচিত। ওরা নিজেদের উজাড় করে দিয়েছে। আমরা ম্যাচের শেষ পর্যন্ত গোল করার চেষ্টা করেছি। ভাল ফুটবল খেলার চেষ্টা করেছি আমরা। কিন্তু কয়েকটা ভুলেরই মাশুল দিতে হলে আমাদের।

ফ্রানিও (পর্চে) পেনাল্টি নিতে গেলেন কেন?

উত্তরঃ ওই সময়ে আন্তোনিও বা সেম্বয় কেউই মাঠে ছিল না। ওরা থাকলে হয়তো ওরাই পেনাল্টি মারত। ফ্রানিও শটটা মারতে রাজি ছিল। তবে ওদের গোলকিপার দারুণ সেভ করেছে।

আপনার কি মনে হয় ওগবেচে এই লিগের সেরা খেলোয়াড়?

উত্তরঃ আমার মনে হয় বক্সে ও বল পায়ে ঠেকালেই গোল হয়। অবশ্যই ও টপ স্কোরার ও লিগের সেরা খেলোয়াড়। ওর দীর্ঘ ফুটবল জীবনে যেখানে যেখানে খেলেছে, সেখানেই ও গোল পেয়েছে। খুবই ভাল খেলোয়াড় ও।

আগামী শনিবারই কলকাতা ডার্বি। এই ফলের পরে কী পরিকল্পনা করবেন ডার্বি নিয়ে?

উত্তরঃ পরিকল্পনা একই থাকবে। জেতার চেষ্টা করব। পিছিয়ে থাকলে যেমন গোলের জন্য ঝাঁপাব, তেমন এগিয়ে থাকলেও ব্যবধান বাড়ানোর চেষ্টা করব। ডার্বি ম্যাচে আরও তীব্রতা থাকবে নিশ্চয়ই। আমাদের ছেলেরা জেতার জন্যই মাঠে নামবে। সমর্থকদের কথা ভেবে মাঠে নামতে হবে আমাদের।