অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
চলতি আইএসএল (isl)- এ ১৬ ম্যাচের মধ্যে ৯টি ম্যাচেই হেরেছে এসসি ইস্টবেঙ্গল। জিতেছে মাত্র ১টি ম্যাচে। বাকি ৬ ম্যাচ তারা ড্র করেছে। সোমবার কেরালা ব্লাস্টার্সের কাছে ০-১ হারে এসসি ইস্টবেঙ্গল। তার পরেও ফুটবলারদের খেলায় বেশ খুশি এসসি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ মারিয়ো রিভেরা। ম্যাচের শেষে রিভেরা জানাচ্ছেন,”আমরা পরিপূর্ণ ফুটবল খেলেছি। আমরা রক্ষণ, আক্রমণ দুটোই ভাল করেছি। গোলের সুযোগ তৈরি করেছি। ওদের গোলের সুযোগ তৈরি করতে দিইনি। আমরা ওদের বেশির ভাগ কাউন্টার অ্যাটাকই আটকে দিয়েছি। কিন্তু একটা সেটপিস-ই আমাদের হারিয়ে দিল। ফুটবল এ রকমই। সেই জন্যই তো ফুটবল মহান খেলা। হ্যাঁ ঠিকই। সেটপিসে উন্নতি করতেই হবে। সেটপিসে এর আগেও আমরা অনেক গোল আটকেছি। সেটপিস থেকে গোল করেওছি। কিন্তু যতই ভাল করি, সেটপিসে সব সময়ই উন্নতি করা যায়।” ড্যারেন, অরিন্দম ও মার্সেলোকে আজ স্কোয়াডে দেখা গেল। নাকেরালা ম্যাচে মারিওর বক্তব্য,”মার্সেলো গত ম্যাচে চোট পেয়েছে। অরিন্দম ও ড্যারেন গতকাল রাত থেকে অসুস্থ। ওদের দুজনকে রেখেই ম্যাচের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ওদের আপাতত আইসোলেশনে রাখতে হয়েছে। ওদের থেকে যাতে অন্যান্য খেলোয়াড়দের মধ্যে ভাইরাস না ছড়ায়, সে জন্যই এই ব্যবস্থা নিতে হয়েছে। একরকম পরিকল্পনা করার পরে যদি তা বদলাতে হয়, তা হলে সেটা নিয়ে সমস্যা হয়। তবে যারা খেলেছে, তাদের নিয়ে আমি গর্বিত।”
আরও পড়ুনঃ এখন তার কাছে সব ম্যাচই ফাইনাল, বলছেন বাগান কোচ
বাংলার রাহুল পাসওয়ানের খেলায় কিন্ত খুশি লাল হলুদ কোচ। তার ইস্টবেঙ্গল জার্সিতে অভিষেক ম্যাচ নিয়ে মারিওর বক্তব্য,”আমি ওকে নিয়ে খুবই খুশি। ও কোনও দিন আইলিগ বা আইএসএল কোনওটাই খেলেনি। তার পরেও এখানে এসে ভাল খেলাটা ওর পক্ষে কঠিন ছিল। কিন্তু ও ভাল খেলার চেষ্টা করেছে। যেখানে জায়গা পেয়েছে ও মুভ করেছে। ফার্স্ট টাচগুলোও বেশ ভাল ছিল ওর। অভিজ্ঞতা ছাড়াই যে ভাবে খেলল ও, তা অসাধারণ। শুধু এসসি ইস্টবেঙ্গল নয় ভারতীয় ফুটবলের পক্ষেও ভাল।” চলতি আইএসএল (isl) -এ এসসি ইস্টবেঙ্গলের বাকি আর তিনটে ম্যাচ। সবকটা নিয়মরক্ষার। তবে এখানেও মারিওর সেই একই পুরোনো বক্তব্য,”পরের ম্যাচে আমাদের জিততে হবে। প্রতি ম্যাচের মতোই এই ম্যাচেও একই পরিকল্পনা থাকবে। আমরা আশা করি আরও ভাল খেলব। গোলের সুযোগ তৈরি করব, রক্ষণ ভাল করব। আজকের মতো সব দিক দিয়েই ভাল খেলতে হবে আমাদের। জেতার চেষ্টা করতে হবে। তবে আমাদের আর একটু ভাগ্যের সহায়তা দরকার।”