জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

সংক্রমণ রুখতে সরস্বতী পুজোর আগে বাজার স্যানিটাইজেশন

এনএফবি, জলপাইগুড়িঃ

আগামী শনিবার সরস্বতী পুজো। তাই এখন থেকেই ফলের বাজার থেকে প্রতিমার দোকান সব জায়গাতেই ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে।

যদিও অন্য বছরের তুলনায় বাজার কিছুটা মন্দা ৷ তারমধ্যে ফলের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে ৷ আপেল থেকে কমলা লেবু সব ফলের দামই ঊর্ধমুখী ৷ তথাপি পুজোর বাজারে বিভিন্ন ফলের দোকান গুলোতে ভালোই ভিড় দেখা যাচ্ছে।

আর এই অতিরিক্ত ভিড়ের জন্য সরস্বতী পুজোর বাজারে যাতে কোনভাবেই সংক্রমণ ছড়াতে না পারে তার জন্য বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন বাজার ও রাস্তায় চলছে স‍্যানেটাইজেশনের কাজ ।জলপাইগুড়ি শহরের দিনের বাজারে সরস্বতী পুজোর বাজার করা হয়,আর সেই কথাকে মাথায় রেখে দিনবাজারের বিভিন্ন দোকানের নিকটবর্তী এলাকা ও রাস্তার চারদিকে আজ পুরসভার উদ্যোগে স‍্যানিটাইজেশনের কাজ শুরু হয়। যেন কোন ভাবেই বাজারে অতিরিক্ত ভিড়ের জন্য সংক্রমণের হার বাড়তে না পারে তার জন্যই পুরসভার তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে ৷

আরও পড়ুনঃ স্কুল খোলায় বিক্রির আশায় প্রতিমা ব্যবসায়ীরা