জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

১৯৯ রানে আউট হয়ে লজ্জার রেকর্ড করলেন ম্যাথুজ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেই এক বিরল নজিরের মালিক হলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। হয়ত এমনটা চাননি তিনি। কিন্তু সেটাই হল তাঁর সঙ্গে। মাত্র এক রানের জন্য টেস্ট ক্রিকেটের দ্বিতীয় দ্বিশতরানের সুযোগ হাতছাড়া হল অ্যাঞ্জেলো ম্যাথুজের। সেইসঙ্গেই এক বিরল নজিরও গড়ে ফেললেন তিনি। শ্রীলঙ্কার দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ১৯৯ রানের মাথায় আউট হওয়ার নজির গড়লেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। সেইসঙ্গে লোকেশ রাহুলের সঙ্গে এক তালিকায় নামও তুললেন শ্রীলঙ্কার এই তারকা অলরাউন্ডার।

বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার হয়ে এদিন তিনি একাই রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন। প্রথম দিনই বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরিটা হাঁকিয়ে ফেলেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। সেই থেকেই বড় রানের লক্ষ্যে এগোনো শুরু তাঁর। আর তাঁর হাত ধরেই বড় রানের পথে এগোতে শুরু করে শ্রীলঙ্কাও। কিন্তু দ্বিতীয় দিনটাই যেন ম্যাথুজের কাছে সবচেয়ে আফসোসের। হবে নাই বা কেন, ১৯৯ রানেই যে থেমে যেতে হয় তাঁকে। কেরিয়ারের দ্বিতীয় দ্বিশতরানটা বোধহয় এদিনই পাবেন বলে আশা করেছিলেন তিনি। কিন্তু চট্টগ্রামে জহুর আহমেদের বলেই সাজঘরে ফিরতে হয় অ্যাঞ্জেলো ম্যাথুজকে। দ্বিশতরানের মাইলস্টোনের স্বপ্নটা মাঠেই ফেলে আসেন তিনি। আর সেইসঙ্গেই যেন একাধিক বিরল নজিরের মালিক হয়ে যান শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার। শ্রীলঙ্কার দ্বিতীয় ব্যাটার হিসাবে টেস্ট ক্রিকেটে ১৯৯ রানে আউট হওয়ার নজির গড়েন অ্যাঞ্জেলো ম্যাথুজ। মাঠেই তাঁর আফসোসটা ফুটে ওঠে সকলের সামনে। সেইসঙ্গে ম্যাথুজের দ্বিশতরান হাতছাড়া হওয়ার হতাশ ক্রিকেট ভক্তরা।টস জিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। আর প্রথম দিন থেকেই ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাঁরহাত ধরেই প্রথম ইনিংসে বাংলাদেশের বিরুদ্ধে ৩৯৭ রান করে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে দুর্ধর্ষ বোলিং করেছেন নইম হাসান। তিনি একাই শ্রীলঙ্কার ছয উইকেট শিকার করেন। যদিও ম্যাথুজকে তিনি সাজঘরে ফেরাতে পারেননি।

যদিও সবকিছু ছাপিয়ে এদিন সব জায়গায় অ্যাঞ্জেলো ম্যাথুজের দ্বিশতরান হাতছাড়া হওয়া নিয়েই সবচেয়ে বেশী চর্চা চলছে। যদিও ম্যাথুজ একা নন এই তালিকায়। লোকেশ রাহুল অবশ্য তাঁর আগে এই তালিকায় নাম তুলেছেন। ২০১৬ সালে চেন্নাইয়ে ১৯৯ রানে আউট হয়ে গিয়েছিলেন লোকেশ রাহুল। যদিও সেই ম্যাচে কিন্তু ভারত জিতেছিল। ৭৫ রান ও এক ইনিংসে সেই ম্যাচ জিতে নিয়েছিল ভারত।

টেস্টে ১৯৯ রানে আউট হয়েছেন যারা

মুদাস্সার নাজার – ১৯৮৪ বনাম ভারত

মহম্মদ আজহারউদ্দিন – ১৯৮৪ বনাম শ্রীলঙ্কা

ম্যাথু এলিয়ট – ১৯৯৭ বনাম ইংল্যান্ড

সনথ জয়সূর্য – ১৯৯৭ বনাম ভারত

স্টিভ ওয় – ১৯৯৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ

ইউনিস খান – ২০০৬ বনাম ভারত

ইয়ান বেল – ২০০৮ বনাম দক্ষিণ আফ্রিকা

স্টিভ স্মিথ – ২০১৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ

লোকেশ রাহুল – ২০১৬ বনাম ইংল্যান্ড

ডিন এলগার – ২০১৭ বনাম বাংলাদেশ

ফাফ ডুপ্লেসি – ২০২০ বনাম শ্রীলঙ্কা

অ্যাঞ্জেলো ম্যাথুজ – ২০২২ বনাম বাংলাদেশ