জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

আল্লাহ তাদের আশীর্বাদ করুনঃ রিজওয়ান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ছয় উইকেটে হেরেছে পাকিস্তান। করাচিতে প্রথমে ব্যাট করতে নেমে বাবর আজমের নেতৃত্বাধীন দল ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৫৮ রান করে। মহম্মদ রিজওয়ান দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন। তিনি ৪৬ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে এসে মহম্মদ রিজওয়ান মিডিয়াকে সম্বোধন করেন। ম্যাচ হারের পর পাকিস্তান ক্রিকেট দলের সমস্যা নিয়ে কথা বলেন পাকিস্তানের উইকেটরক্ষক। যেই সমালোচকরা মনে করেন পাকিস্তান দলের জন্য প্রধান উদ্বেগের একটি বিষয় হল তাদের ওপেনার রিজওয়ান এবং বাবরের কম স্ট্রাইক রেট। যদিও রিজওয়ান এর উত্তর খুব সহজ ভাবেই দিয়েছেন। রিজওয়ান বলেন, ‘দেখুন, আমি জানি না কে আমাদের নিয়ে বিতর্ক করছে। এটা হল প্রথম বিষয়। আর দ্বিতীয়ত বিষয়টি হল, কেউ তা করলে আমার আল্লাহ তাঁকে আশীর্বাদ করবেন। কারণ সে শুধু আমার বা বাবরের কথা ভাবছে না, পুরো পাকিস্তান দলের কথাই ভাবছে।’ রিজওয়ান আরও বলেন, ‘আমি জানি না এই কথা প্রাক্তন খেলোয়াড় নাকি মিডিয়া বলছে। তবে আল্লাহ তাদের আশীর্বাদ করুন। তবে একটা কথা বলতে চাই। যে আমাদের নিয়ে বিতর্ক করছে, আমাদের মধ্যে কেউ, খেলোয়াড় যদি পাকিস্তানের প্রতি সম্পূর্ণ সততার সঙ্গে না খেলে, সে অসম্মানের মুখোমুখি হবে। যে আমাদের সম্পর্কে কথা বলছে, সে যদি তা করে থাকে, তাহলে তাঁকেও অসম্মানিত হতে হবে। সৎ হওয়া আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।’ আমরাও যথাসাধ্য চেষ্টা করছি। আমিও ভুল করি এবং আমি তার চেয়ে ভালো করার চেষ্টা করি। অধিনায়কও উন্নতি করার চেষ্টা করেন, সকলেই চেষ্টা করছেন।’