অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা কলকাতা নাইট রাইডার্সের (KKR) কোচ ব্রেন্ডন ম্যাককালাম ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন যে চলতি মরশুমের পরই তিনি এই দায়িত্ব ছেড়ে দিতে চান। কারণ আগামী মরশুমে তিনি ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ হতে চলেছেন । কলকাতা নাইট রাইডার্স দলের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, “উনি আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আর কলকাতা নাইট রাইডার্স ব্রিগেডের অংশ হতে পারবেন না। কারণ ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে তাঁকে নিয়োগ করা হচ্ছে। কয়েকদিন আগে একটি টিম মিটিংয়ে তিনি এই ব্যাপারটি সম্পর্কে আমাদের জানিয়েছেন।” যদি ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দলের কোচ ম্যাককালাম হন, তাহলে প্রথম টেস্ট সিরিজই (তিন ম্যাচের) তাঁকে কিউয়ি ব্রিগেডের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে হবে। ইতিমধ্যেই নিউজিল্যান্ড বংশদ্ভুত বেন স্টোকসকে ইংল্যান্ডের নয়া টেস্ট অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে। আশা করা হচ্ছে, জো রুটের পাঁচ বছরের অধিনায়কত্বের পর এই বিখ্যাত অলরাউন্ডার ব্রিটিশ ব্রিগেডের ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন।
আরও পড়ুনঃ নাইটরা দ্বিতীয়বার সুযোগ দেওয়ায় আপ্লুত কামিন্স – NF Bangla Private Limited (newsfrontbangla.com)