জুলাই 5, 2024
Latest:
রাজ্য

ইউক্রেন থেকে বাড়ি ফিরল মেডিক্যাল পড়ুয়া, স্বস্তিতে পরিবার

এনএফবি,ঝাড়গ্রামঃ

যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরল গোপীবল্লভপুরের মেডিক্যাল পড়ুয়া প্রণব বারিক। শনিবার সকালে বছর ১৯ এর প্রণব বাড়ি ফিরতেই পরিবার সহ পাড়া প্রতিবেশীরা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, গত বছর ডিসেম্বর মাসে ইউক্রেনের কিয়েভ সিটির তারাস সিভচেঙ্কো ন্যাশনাল ইউনিভার্সিটিতে মেডিক্যাল পড়ার জন্য ইউক্রেন পাড়ি দিয়েছিল প্রণব বারিক। কিন্তু যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার কয়েকদিন আগে ইউনিভার্সিটিতে অনলাইনে পড়াশোনা হবে জানতে পেরে রাশিয়া ইউক্রেন আক্রমণের ঠিক আগের মুহূর্তে বোরিস্পিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গত বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ১ টা ৫০ মিনিটে এয়ার আস্তানার ফ্লাইটে দেশের উদ্যেশ্যে পাড়ি দেয় প্রণব ৷ শুক্রবার সকালে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে শনিবার বাড়ি পৌঁছোতে খুশি প্রণবের বাবা প্রবীর বারিক সহ পরিবারের লোকজন।

তবে বাড়িতে ফিরে মেডিক্যাল পড়ুয়া প্রণব বারিক তার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলে, অনলাইনে ক্লাস হবে শুনে ২৪ শে ফেব্রুয়ারি ইউক্রেন ছাড়ার আগে তাদের বাসস্থান কিয়েভ সিটির পরিস্থিতি একেবারে স্বাভাবিক ছিল। কিন্তু পরে ইউনিভার্সিটির বন্ধুদের টেলিগ্ৰাম গ্রুপে যে ছবি এবং ভিডিও আসছে তাতে বোঝা যাচ্ছে কিয়েভ সহ সমগ্র ইউক্রেনের অবস্থা ভয়াবহ। পাশাপাশি বাড়ির ছেলেকে ফিরে পেয়ে খুশি প্রণবের বাবা প্রবীর বারিক এবং মা স্নেহলতা বারিক। বাবা মা জানান আর্থিক কারণে দেশের প্রাইভেট কলেজে ছেলেকে পড়াতে না পেরে ছেলেকে দেশের বাইরে পাঠানো হয়েছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতির জন্য কয়েকমাসের মধ্যে ফিরতে হল। পাশাপাশি তারা জানান পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই ছেলেকে আবার পাঠাবে পড়াশোনা করার জন্য।