জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

মেদিনীপুরের আরপিএফ-র “মাই সহেলি টিম” প্রাণ বাঁচালো এক মহিলার

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

অল্পের জন্য আবারও প্রাণে রক্ষা পেলেন এক রেল যাত্রী। রেলের অপারেশন যাত্রী সুরক্ষার অধীনে আরপিএফ-র মেদিনীপুরের “মাই সহেলি টিম” এর দ্বারা চলন্ত ট্রেন থেকে পড়েও প্রাণে বাঁচলো মেদিনীপুর কোতোয়ালী থানার অন্তর্গত হাতিহলকার বাসিন্দা রোজিনা বিবি।

জানা যায়, বৃহস্পতিবার ট্রেন নং ০৮৬৮৬ আদ্রা-খড়্গপুর মেন যখন মেদিনীপুর ষ্টেশনের এক নং প্লাটফর্মে ঢুকছিল, সেই সময় ঐ মহিলা যাত্রী চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি তার ভারসাম্য নিয়ন্ত্রণ করতে না পেরে প্ল্যাটফর্ম ও ট্রেনের ফাঁকের মধ্যে পড়ে যান। তার শরীরের অর্ধেক অংশ ফাঁকের মধ্যে ঢুকে গিয়েছিল, সেই সময় ১ নং প্লাটফর্মে কর্তব্যরত আরপিএফ এর “মাই সহেলি টিম” এর লেডি কনস্টেবল কাঞ্চন কুমারী এবং হেড কনস্টেবল দীপক ঘোষ এই দৃশ্য দেখতে ছুটে গিয়ে ঐ মহিলা যাত্রীকে টেনে বের করে আনেন।

ফলে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ঐ মহিলা যাত্রী।ইতিমধ্যে গোটা ঘটনার ভিডিও সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। আরপিএফ এর দুই পুলিশ কর্মীর এই সাহসী কাজের জন্য ষ্টেশনে উপস্থিত অন্যান্য রেল যাত্রীরা তাদের কুর্নিশ জানিয়েছেন।