কৃষিঋণ মুকুবের দাবিতে স্মারকলিপি প্রদান

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

কৃষিঋণ মুকুবের দাবি নিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে এডিওর কাছে স্মারকলিপি প্রদান করল কৃষক ঐক্য মঞ্চ ৷ মূলত তাদের দাবি এই বছর আলু চাষ করে আবহাওয়ার খামখেয়ালির ফলে বহু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এই পরিস্থিতিতে যে চাষিরা আলু চাষ করেছিল তাদের ঋণ মুকুব করার দাবি নিয়ে এই দিন বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদান করল কৃষক ঐক্য মঞ্চ ৷ তাদের অভিযোগ কেশপুর ব্লকের একাধিক অঞ্চলের কৃষক ক্ষতিপূরণ পেয়েছে কিন্তু এখনও একাধিক অঞ্চলের ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতিপূরণ পায়নি ৷ এই অভিযোগ তুলে এই দিন বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদান করল ক্ষতিগ্রস্ত চাষিরা ৷

তবে আগামী দিনে তাদের এই দাবি যদি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন এলাকার ক্ষতিগ্রস্ত চাষিরা।

নিজস্ব চিত্র