এনএফবি,জলপাইগুড়িঃ
ভোট গ্রহণের দিনে ইভিএম ভাঙা থেকে বুথ দখল ,শহর জুড়ে মুখে কালো কাপড় বাধা দুষ্কৃতীদের তাণ্ডবের সমস্ত তথ্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঠালো জলপাইগুড়ি জেলা কংগ্রেস ৷
পাশাপাশি ২ তারিখে ভোট গণনাকে নিয়ে আগাম উৎকণ্ঠাও প্রকাশ করা হয়। সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি তথা সদ্য সমাপ্ত পুরনির্বাচনের প্রার্থী পিনাকী সেনগুপ্ত। ভোট গ্রহণের দিনে জলপাইগুড়ি শহরে যা ঘটেছে তা জলপাইগুড়ির সংস্কৃতির পরিপন্থী নয় বলে মনে করেন নাট্যকর্মী তথা জেলা কংগ্রেস সভাপতি। মুখে কালো কাপড় বাধা যে সব দুষ্কৃতীদের শহরে এনে শাসক দল ভোট লুঠ করালো, তাদের বিরুদ্ধে এই ঐতিহ্যবাহী শহরের সুশীল সমাজ অবশ্যই প্রতিবাদ করবে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ অধীরকে ঘিরে ভোট পরবর্তী বিক্ষোভ অব্যাহত