জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

মেসি না রোনাল্ডো, ফেডারার না নাদাল কাকে পছন্দ ডিকের!

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সম্প্রতি দারুণ ছন্দে রয়েছেন দীনেশ কার্তিক। সদ্য শেষ হওয়া আইপিএলে নিজেকে প্রমাণ করেছেন এই সিনিয়র উইকেটরক্ষক-ব্যাটার। সেই কারণে ফের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছেন দীনেশ। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে নামার আগে নিজের ব্যাটিং নিয়ে নয়, বরং ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি’র মধ্যে কে পছন্দের খেলোয়াড় তাই নিয়েই মুখ খুললেন তিনি।

বিসিসিআই’কে একটি সাক্ষাৎকার দেন ডিকে । সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, মেসি না কি রোনাল্ডো? উত্তরে দীনেশ বলেন, “আমি মেসি’কে পছন্দ করি। ও একটু অন্যরকম। আমি ওর খেলা দেখতে উপভোগ করি।” এছাড়াও তাঁকে প্রশ্ন করা হয় রজার ফেডেরার এবং রাফায়েল নাদাল’কে নিয়ে। উত্তরে তিনি বলেন,”আমি রজার ফেডেরার-এর ভক্ত। সুযোগ পেলে আমি ওকে মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ করতে চাইব। মাঠের বাইরে এবং ভিতরে ও যে ভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে, তাতে আমি মুগ্ধ।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে সমালোচনায় মুখে পড়েছেন অধিনায়ক ঋষভ পন্থ। এদিকে দ্বিতীয় ম্যাচে দীনেশ’কে পাঁচ নম্বরে ব্যাট করার সুযোগ না দেওয়ার জন্যও তাঁর দিকে আঙুল তুলছেন অনেকেই। উল্লেখ্য দ্বিতীয় টি২০’তে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১১ বলে মাত্র ১০ রান করে আউট হয়ে যান অক্ষর প্যাটেল। এর পর ছয় নম্বরে ব্যাট করতে নেমে ২১ বলে গুরুত্বপূর্ণ ৩০ রান করে অপরাজিত থাকেন দীনেশ।এদিকে, ভারত বর্তমানে প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে এবং ১৪ই জুন (মঙ্গলবার) বিশাখাপত্তনমে তৃতীয় ম্যাচ খেলবে। হারলেই সিরিজ হাতছাড়া টিম ইন্ডিয়ার। যদিও রোহিত শর্মা, বিরাট কোহলি সহ একাধিক সিনিয়রকে ভারত বিশ্রামে রেখেছে। অন্যদিকে চোটের কারণে লোকেশ রাহুল ছিটকে গেছে সিরিজ থেকে।