জুলাই 5, 2024
Latest:
ফিচারস্থানীয়

মহিষাদলে দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্রীর বাড়িতে মন্ত্রী

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় মৃত স্কুল ছাত্রী সায়ন্তনী বেরার বাড়িতে আসলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। তিনি জানান, এই খবর সম্প্রচারিত হওয়ার সাথে সাথেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশ মত তিনি আসেন নিহত স্কুল ছাত্রীর বাড়িতে। তিনি আরও বলেন, প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে, দোষীরা অবশ্যই শাস্তি পাবে। যে ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিল তাকে অবিলম্বে গ্রেফতার করা হবে।

কোভিড কে দূরে সরিয়ে রেখে সচল হচ্ছিল জন জীবন। খুলেছিল স্কুল কলেজ। এরই মাঝে শনিবার সকালে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনার শিকার এক স্কুলছাত্রী, স্কুল যাওয়ার সময় পিষ্ট হয়ে যায় লরির চাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেপরোয়া গতিতে থাকা একটি লরি পিষে দেয় ওই স্কুল ছাত্রীকে। প্রায় ৫০০ মিটার চাকার তলায় হিঁচড়ে নিয়ে যায় তাকে, ঘটনা স্থলেই মৃত্যু হয় তার। ওই মৃত স্কুল ছাত্রীর নাম শায়ন্তনি বেরা। পূর্ব মেদিনীপুরের মহিষাদল নাটসাল ২ অঞ্চলের বাসিন্দা সে। মহিষাদল গয়েশ্বরী গার্লস হাই স্কুলের ক্লাস সেভেনের ছাত্রী। ঘটনাস্থলে উত্তেজিত জনতা লরিটি আটক করে এবং বিক্ষোভ দেখানো শুরু করে, ঘটনা স্থলে পৌঁছে মহিষাদল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই বাসিন্দাদের অভিযোগ ছিল, সামনে গার্লস কলেজ রয়েছে এবং ওই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার ছাত্র-ছাত্রী যাতায়াত করেন। এর সাথে সাথে বেপরোয়া গতিতে বাস এবং লরি চলাচল করে। বারংবার প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো লাভ, তাই তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।