জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

এবার ক্যাপ্টেন্সির দায়িত্বে মন্ত্রী মশাই মনোজ

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

 ঘোষণা হলো আসন্ন দলীপ ট্রফির জন্য পূর্বাঞ্চলের দল। মোট ১৫ ক্রিকেটারকে বাছা হলো । তার মধ্যে ৭ জনই বাংলার। দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে বাংলার মন্ত্রী মনোজ তিওয়ারিকে। রাজনীতিতে যোগ দিলেও ক্রিকেট ছাড়েননি শিবপুরের বিধায়ক। দীর্ঘদিন বাংলার ক্যাপ্টেন্সি করেন মনোজ।গত মরসুমে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতেও খেলেন। সেঞ্চুরিও করেন। ৮ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে দলীপ ট্রফি। এবার ফের আঞ্চলিক ফর্ম্যাটে করা হচ্ছে এই টুর্নামেন্ট। বৃহস্পতিবার রাঁচিতে পূর্বাঞ্চলের দল নির্বাচন ছিল। বাংলার প্রধান নির্বাচক শুভময় দাস ছিলেন বৈঠকে । মনোজ ছাড়া সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল, শাহবাজ আমেদ, ঈশান পোড়েল ও আকাশ দীপ সিং আছেন। চারজন ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। সেখানেও বাংলার সায়নশেখর মণ্ডলকে রাখা হয়েছে।

দলীপ ট্রফির জন্য ঘোষিত পূর্বাঞ্চল দল: 

মনোজ তিওয়ারি (অধিনায়ক), বিরাট সিংহ, নাজিম সিদ্দিকি, সুদীপ ঘরামি, শান্তনু মিশ্র, অনুষ্টুপ মজুমদার, রিয়ান পরাগ, কুমার কুশাগ্রা, অভিষেক পোড়েল, শাহবাজ আমেদ, শাহবাজ নাদিম, ঈশান পোড়েল, আকাশ দীপ, মুক্তার হুসেইন ও মণিশঙ্কর মুরা সিংহ।স্ট্যান্ড বাই: অভিজিৎ সাকেত, রাজেশ মোহান্তি, সায়নশেখর মণ্ডল ও অনুকূল রায়।শুধু মনোজ নয় টিম ইন্ডিয়ার সিনিয়র ব্যাটার আজিঙ্ক রাহানে ভারতীয় দল থেকে বাদ পড়েন। রাহানেও আসন্ন ২০২২ দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের নেতৃত্ব দিতে প্রস্তুত। তামিলনাড়ুতে ৮ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঘরোয়া প্রতিযোগিতা শুরু হওয়ার কথা এবং প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি ২৫শে সেপ্টেম্বর ) থেকে খেলা হবে।

বর্তমানে, বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) ইনডোর নেটে মুম্বাইয়ের অফ-সিজন ক্যাম্পে ডানহাতি ব্যাটার কঠোর অনুশীলন করছেন। উল্লেখ্য, ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন রাহানে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন এবং বেশ কিছু সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন। সিনিয়র ব্যাটার ঘরোয়া প্রতিযোগিতায় শক্তিশালী প্রত্যাবর্তন করতে এবং শীঘ্রই ভারতীয় দলে ফিরতে চাইবেন।