জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

মন্ত্রীমশাই মনোজ এবারে আইপিএল নিলামে

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে এবারে আইপিএল নিলামে দেখা যাবে। ৫০ লাখ টাকা বেস প্রাইজ হল মনোজের। গত বিধানসভা নির্বাচনে হাওড়ার শিবপুর থেকে জিতে বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী হন। তবে ক্রিকেটকে ভুলে থাকেননি। বাংলার রঞ্জি দলে খেলার জন্য অনুশীলন করেন। মনোজ ছাড়াও বাংলা থেকে আগামী আইপিএল নিলামে মহম্মদ শামি যার বেস প্রাইস সবচেয়ে বেশি (২ কোটি), ঋদ্ধিমান সাহা (১ কোটি), তারপরই রয়েছেন মনোজ তিওয়ারি। ২০১৮ সালে শেষবার আইপিএল খেলেছেন মনোজ। সেবার তাঁকে ১ কোটিতে নিয়েছিল প্রীতি জিন্টার দল। তবে নিয়মিত সুযোগ পাননি। ২০১২ আইপিএলে কেকেআর বনাম চেন্নাইয়ে ফাইনাল বাউন্ডারি মেরে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন মনোজ। এরপর তিন বছর পরে নাইটরা ছেড়ে দেয় মনোজকে। সঞ্জীব গোয়েঙ্কার পুনে সুপার জায়ান্ট দলের হয়ে ভালো খেলেন তিনি। তবুও আইপিএল নিলামে বারবার বঞ্চিত থাকায় ক্ষোভ উগরে দেন। জানিয়েছিলেন, “আর বারবার কত পরীক্ষা দিতে হবে জানি না। রান করেও দল পাই না। বঞ্চনা আমার সঙ্গে হচ্ছে।”

আরও পড়ুনঃ জিএসটি বাবদ কেন্দ্র আয় ফের ১ লক্ষ ৩০ হাজার কোটি ছাড়াল

শেষবার ২০২০ সালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ফাইনালে খেলেন। বাংলা হেরে যায়। বাংলাকে রঞ্জি ট্রফি দেওয়া তার টার্গেট সেটা বারবার জানান। সেই কারণে অনুশীলন করছেন, রঞ্জিতে ফের নামবেন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী। শোনা যাচ্ছে বাংলার আবেগ কাজে লাগাতে বাংলার সঞ্জীব গোয়েঙ্কা তার লখনউ সুপার জায়ান্ট দলে নেবেন মনোজকে। মনোজ, ঋদ্ধিমান, সামি ছাড়াও গত দুই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ভালো খেলা বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদের বেস প্রাইস ৩০ লাখ টাকা। এছাড়া শ্রীবৎস গোস্বামী ও কাইফ আহমেদের বেস প্রাইজ ২০ লাখ। এছাড়া জুনিয়রদের মধ্যে অলরাউন্ডার প্রয়াস রায় বর্মণ, ঋত্ত্বিক চট্টোপাধ্যায় আকাশ দীপ, ঈশান পোড়েল ও মুকেশ সিংরাও থাকছেন।
নতুন নাম হিসেবে সুদীপ চট্টোপাধ্যায়, অভিমন্যু ঈশ্বরন ও ঋত্ত্বিক রায়চৌধুরী। আর জুনিয়রদের মধ্যে সচিন তেন্ডুলকারের ছেলে অর্জুন তেন্ডুলকরের নাম রয়েছে এই তালিকায়। অর্জুনকে গত বছরের নিলামে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে আইপিএল অভিষেক হয়নি। অর্জুনের বেস প্রাইজ ২০ লাখ এবার খেলার আশা তার। নিলামে অস্ট্রেলিয়ার ৪৭ জন ক্রিকেটার রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন ক্রিকেটার নিলামে উঠবেন।
দক্ষিণ আফ্রিকার ৩৩ জন ক্রিকেটার রয়েছেন তালিকায়। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ২৪ জন করে ক্রিকেটার রয়েছেন এই তালিকায়। আফগানিস্তানের ১৭ জন ক্রিকেটার রয়েছেন নিলামে। নেপাল, আমেরিকা এবং জিম্বাবোয়ে থেকে রয়েছেন এক জন করে ক্রিকেটার। বাংলাদেশের পাঁচ জন ক্রিকেটার রয়েছেন নিলামে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী বেঙ্গালুরুতে হবে আইপিএল মেগা নিলাম।

আরও পড়ুনঃ ক্যারিবিয়ান সিরিজে ইডেনে আছে দর্শক, গুজরাতে নেই