জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

শতরান করে সবাইকে জবাব দিলেন মন্ত্রী মশাই মনোজ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ঝাড়খণ্ডের বিরুদ্ধে ফের জ্বলে উঠল রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির ব্যাট। প্রথম ইনিংসে ৭৩ রানে সাজঘরে ফিরে গিয়ে নিশ্চিত শতরান মিস করেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেই ভুল করলেন না। শতরান করলেন এবং দলের দরকারে । প্রথম শ্রেণীর ক্রিকেটে মনোজ তিওয়ারির মন্থর ইনিংস নিয়ে অনেকে প্রশ্ন তুলছিলেন। সেই সব প্রশ্নের দাড়ি টেনে দিলেন শিবপুড়ের বিধায়ক।

ঝাড়খণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মনোজ মাত্র ১৫২ বলে শতরান করেন। শতরান করেই বাংলা ড্রেসিংরুমের দিকে দিকে দু’হাত দিয়ে হৃদয়ের চিহ্ন তৈরি করে দেখান। ঝাড়খণ্ড ম্যাচে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৭৭৩ রান তোলে বঙ্গ ব্রিগেড। প্রথম শ্রেনির ক্রিকেটে প্রথম নয় জন ব্যাটারই অর্ধশতরান করে বাংলার। অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেয় তারা। ১৮৫ রান করেন দলের তরুণ ব্যাটার সুদীপ ঘরামি। আর বল করতে এসে সৌরভ তিওয়ারির ঝাড়খণ্ডকে ২৯৮ রানে শেষ করে দেয় বাংলার বোলিং লাইন। বাংলা দলের হয়ে শাহবাজ আহমেদ এবং সায়ন শেখর মন্ডল ৪ টি করে আর আকাশদীপ সিং একটি উইকেট নেন। ঝাড়খণ্ডকে ফলোঅন না করিয়ে সেমিফাইনালের জন্য দল ব্যাটিং প্রস্তুতি সেরে নেয়। তবে দ্বিতীয় ইনিংসে শাহবাজ নাদিমের ঘূর্ণির সামনে ব্যর্থ হয় বাংলার ব্যাটিং। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ১৩ রান করে নাদিমের বলে আউট হন। এরপরে অভিষেক কুমারও ২২ রানের মাথায় নাদিমের বলে ফিরে যান। বাংলার ব্যাটিংয়ের প্রথম ইনিংসে নায়ক সুদীপ ঘরামি ৫ রান করে সেই নাদিমের বলে বোল্ড হলেন। এরপর অনুস্টুপ মজুমদার মনোজ তিওয়ারির সঙ্গে দলের ইনিংস ধরার চেষ্টা করলে তাকেও ব্যক্তিগত ৩৮ রানের মাথায় বাঁ হাতি স্পিনার শাহবাজ নাদিম বোল্ড করেন। তরুণ উইকেটকিপার অভিষেক পোড়েলও ভালো শুরু করেও ৩৪ রান করে খারাপ শট খেলে নাদিমের শিকার হন।নিজের ২৮ তম শতরান করে একাই কুম্বের মতো টিকেছিলেন মনোজ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রান আউট হলেন। তাঁর সংগ্রহ ১৩৬। মনোজের ইনিংসে ছিল ১৪ টি বাউন্ডারি আর দুটো ওভার বাউন্ডারি। পরের রাউন্ডে বাংলা কোয়ালিফাই করলে তাঁদের প্রতিপক্ষ হবে ১৪ জুন মধ্যপ্রদেশ। তার আগে মনোজের শতরান অক্সিজেন দিলো বাংলাকে।