জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

দল বিরোধী মন্তব্যের জেরে শোকজ মন্ত্রীকে

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুব্রত বক্সি সকলকে জানিয়েও মেলেনি সাড়া। ‘খারাপ’ লোকেদের সায় দিচ্ছে দলের শীর্ষনেতৃত্ব তাই পশ্চিমাঞ্চল নাগরিক সমিতি গড়ার ভাবনা খোদ রাজ্যের মন্ত্রীর। দলবিরোধী মন্তব্যের জন্য শোকজ করা হলো রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা শালবনির বিধায়ককে।

শনিবার দলীয় কর্মীদের নিয়ে শালবনিতে এক বৈঠকের ডাক দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো। সেই বৈঠকে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় রাজ্যের মন্ত্রীকে। শনিবার রাত থেকেই হু হু করে ভাইরাল হয় এক ভিডিও। ভিডিওতে দেখা যায় বক্তব্য রাখছেন রাজ্যের মন্ত্রী। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, জুনমালিয়া, মিমি, সায়ন্তিকা, উত্তরা সিং হাজরা দের মতো ‘খারাপ’ লোকেরা যারা লুটে পুটে খাচ্ছে তারা যদি দলের সম্পদ হয় তাহলে এই পার্টিটা আর করা যাবে না। তবে দলীয় কর্মীদের সাথে বৈঠকের পরিকল্পনা করে পশ্চিমাঞ্চল নাগরিক সমিতির নামে নয়া মঞ্চ তৈরির বার্তা মন্ত্রীর। একইসাথে তিনি দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সুব্রত বক্সিকে বারবার বুঝিয়েও লাভ হয়নি।

মন্ত্রীর বক্তব্যের এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই শাসকদলের অন্দরের কোন্দল নিয়ে শোরগোল পড়েছে জেলাজুড়ে। সূত্রের খবর ইতিমধ্যেই তৃণমূল বিধায়ককে শোকজ করেছে দল। দলের মন্ত্রীকে শোকজ করার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের কো অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি। এ বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য বারবার মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে ফোন করা হলেও ফোন ধরেননি তিনি। ঘটনার জেরে চরম অস্বস্তিতে শাসক শিবির।