জুলাই 1, 2024
Latest:
ক্রীড়া

বাংলার ত্রাতার ভূমিকায় মন্ত্রী মনোজ ও শাহবাজ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অভিজ্ঞতাই ভরসা। মন্ত্রীমশাই হাল ধরলো ডুবতে পড়া বাংলার। রঞ্জি ট্রফি শুরুর আগে মনোজ তিওয়ারিকে দলে রাখা নিয়ে বিতর্ক হয়েছিল, এদিন মনোজ প্রমাণ করলেন যে তিনি দলের জন্য এখনও অপরিহার্য।
দিনের শেষে তিনি সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে ৮৪ রানে অপরাজিত আছেন এবং মনোজকে যোগ্য সঙ্গ দেওয়া শাহবাজ আহমেদ অপরাজিত আছেন ৭২ রানে। দিনের শেষে বাংলার রান ৫ উইকেটে ১৯৭। ১৪৪ রানে পিছিয়ে বঙ্গ ব্রিগেড।
প্রথম দিনে ৬ উইকেটের বিনিময়ে২৭১ রান করেছিল মধ্যপ্রদেশ। প্রতিপক্ষের ওপেনার হিমাংশু মন্ত্রী ব্যাট করছিলেন ১৩৪ রানে। দ্বিতীয় দিন তাঁকে আউট করেন মুকেশ কুমার। মধ্যপ্ৰদেশের এই ব্যাটার ১৬৫ রান করে মাঠ ছাড়েন এই দিন। প্রথম দিন হিমাংশুর সঙ্গে অপরাজিত ছিলেন পুনিত দাতে। এই দিন হিমাংশুর আগেই আউট হয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। পুনিত(৩৩) কে আউট করেন শহবাজ আহমেদ। এর পর বাকি দুটি উইকেট তুলে নিতে বেশি সময় খরচ করেননি শহবাজ’রা। কুমার কার্তিকেয়া(৬)’কে আউট করেন শহবাজ। এর পর খালি হাতেই গৌরব যাদব’কে আউট করে মাঠের বাইরে পাঠান মুকেশ। এই সুবাদে প্রথম ইনিংসের শেষে ৩৪১ রান করে মধ্যপ্রদেশ। বাংলার বোলারদের মধ্যে মুকেশ কুমার ৪ টি ছাড়াও শাহবাজ আহমেদ ৩ টি, আকাশদীপ সিং ২ টি উইকেট এবং প্রদীপ্ত প্রামানিক ১ উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যর্থ হয় বাংলার গত ম্যাচে রেকর্ড গড়া সাধের ব্যাটিং লাইন আপ । দলের দুই ওপেনার অভিষেক রামন (০) ও অভিমন্যু ঈশ্বরণ (২২) আউট হন । সুদীপ ঘরামি তিনে নেমে ব্যর্থ, কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরেছেন। গত ম্যাচে সেঞ্চুরি করা অনুষ্টুপ মজুমদার ৪ রানে আউট হন। তরুণ অভিষেক পোড়েল করেন ৯। বাংলা ১০২ রানে ৫ উইকেট যখন, বাংলার ফলোঅনের হাতছানি, তখনই হাল ধরলেন মনোজ। শাহবাজকে সঙ্গে নিয়ে বাংলাকে খাদের কিনারা থেকে বের করেন। এই পিচে টিকে থাকলে রান হয় সেটা দেখিয়ে দিলেন। ১৫৩ রানের পার্টনারশীপ করেন এই দুই ব্যাটার। তৃতীয় দিনে প্রথম সেশনে টিকে থেকে দলকে লিড পার করানোই লক্ষ থাকবে মনোজ এবং শাহবাজের।