জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

প্রশাসনের উদ্যোগে স্থগিত নাবালিকার বিয়ে

এনএফবি, জলপাইগুড়িঃ

খড়িয়া গ্রাম পঞ্চায়েত এরিয়ার নাজিরপাড়া এলাকার সবালাক ছেলে ও নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও চাইল্ড লাইন।

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি সহায়ক মনোজ রায় জানান, চাইল্ড লাইনের সুদীপ্ত গোস্বামী ঘটনা টি আমাকে জানায়, খোঁজ নিয়ে জানতে পারি যে, গত ৩/০৭/২২ গজেন রায়ের সাবালাক ছেলে শুভংকর রায়ের খড়িয়া গ্রাম পঞ্চায়েত এরিয়ারই এক নাবালিকা মেয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্ক থাকায় মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে এবং দুই পক্ষের অনুমতি অনুযায়ী দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেয় ৷

চাইল্ড লাইনের সুদীপ্ত গোস্বামী ছেলেকে এবং ছেলের বাড়ির লোকজনদের পকসো আইন সম্পর্কে বোঝান, এবং দুই পক্ষকে বাল্য বিবাহের আইন সম্পর্কে বোঝানো হয় ৷ নাবালিকা মেয়ে যাতে পড়াশোনা করে, সরকারি সুযোগসুবিধা নিতে পারে সেই বিষয়ে কাউন্সেলিং করানো হয়। এর পাশাপাশি আইন অনুযায়ী ১৮ বছর না হওয়া পর্যন্ত নাবালিকা মেয়ে নিজের বাড়িতে থাকবে ৷ এই অঙ্গীকার দুই পক্ষকেই করানো হয় ।

নিজস্ব চিত্র

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান , স্থানীয় সুপারভাইজার, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনিসহয়াক মনোজ রায়, এবং চাইল্ড লাইনের সুদীপ্ত গোস্বামী।

নিজস্ব চিত্র