জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

জলপাইগুড়িতে স্বেচ্ছাসেবী সংগঠনের ওপর দুষ্কৃতীদের হামলা,চাঞ্চল্য

এনএফবি, জলপাইগুড়িঃ

জলপাইগুড়ি শহরে দুষ্কৃতীদের তাণ্ডব দিনে দিনে বেড়েই চলেছে ৷ দুঃস্থদের একমাত্র ভরসা ওয়েলফেয়ারের লো কষ্ট ওষুধের দোকানে চুরির ঘটনা ঘটেছে। নেশার বারবারন্তই এর জন্য দায়ী, অভিমত কর্তৃপক্ষের।

দুঃস্থ মানুষের সেবায় জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের প্রথম কম দামে ওষুধ বিক্রির পথ দেখিয়ে ছিলো যারা সেই জলপাইগুড়ি ওয়েলফেয়ারের ওষুধের দোকানের জানালা ভেঙে লোহার গ্রিল খুলে ফেলে দিয়ে নগদ অর্থ সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় দুষ্কৃতীরা ৷ জলপাইগুড়ি ক্লাব রোডে পুলিশ সুপারের আবাসনের থেকে কিছুটা আগেই রয়েছে জলপাইগুড়ি ওয়েলফেয়ার সংস্থার নানান সামাজিক কাজের জন্য নিজেস্ব অফিস সহ লো কষ্ট মেডিসিনের দোকান ৷ প্রতিবন্ধীদের জন্য নানান ব্যবস্থা সহ এক্স রে, এবং কম মূল্যের প্যাথোলোজি পরীক্ষা বিভাগ।

নিজস্ব চিত্র

এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ওপর দুষ্কৃতীদের হামলা মেনে নিতে পারছেন না শহরবাসী ৷ এই প্রসঙ্গে ওষুধ কিনতে এসে ফিরে যেতে যেতে গোপাল সরকার জানালেন, এসে শুনলাম চুরি হয়েছে, ওষুধ পেলাম না।

অপরদিকে ওয়েলফেয়ার সংগঠনের সহ সম্পাদক তুলসী ধর, দুঃখের সঙ্গে বলেন, “আমরা সাধারণত গরীব মানুষদের জন্য কাজ করি, এখান থেকে হাজার হাজার মানুষ কম দামে ওষুধ নিয়ে বেঁচে থাকে ৷ তবে এই অঞ্চলে বিভিন্ন নেশার সামগ্রী ব্যবহার করা এক শ্রেণীর মানুষের আনাগোনা গভীর রাত পর্যন্ত চলে, এটা তাদের কাজ ও হয়ে থাকতে পারে।”