এনএফবি, জলপাইগুড়িঃ
ডায়াবেটিসে আক্রান্ত অসুস্থ ছেলে নিখোঁজ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন মা সহ প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতয়ালি থানার অন্তর্গত টি বি হাসপাতাল পাড়ায় ৷
জানা গেছে , ১২ এপ্রিল থেকে নিখোঁজ রাজীব চৌধুরী৷ তার মা দীপালি চৌধুরী জানিয়েছেন, “ছেলের সুগার আছে ,আমি বাড়িতে ছিলাম না , তখন তিনটি ব্যাগ নিয়ে ছেলে কোথায় যে চলে গেছে, আজ পর্যন্ত কোনো খোঁজ পেলাম না, বড়ই দুশ্চিন্তায় আছি ৷”অপরদিকে নিখোঁজ রাজীবের প্রতিবেশী অমিত দাস জানান, এই মাসের ১২ তারিখ থেকে নিখোঁজ রাজীব , ওর শারীরিক সমস্যা আছে, এমন অবস্থায় আমরা সবাই খুব আতঙ্কের মধ্যে আছি, কারণ বর্তমানে শুনি অনেক কু চক্র আছে যারা মানুষের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে বিক্রি করে দেয়, তেমন কোনো চক্রের কবলে পড়ছে কিনা রাজীব সেটাই চিন্তা হচ্ছে, পুরো বিষয়টি জানিয়ে নিখোঁজ ডায়েরি করা হয়েছে ইতিমধ্যেই। খোঁজ পাওয়ার অপেক্ষায় আছি ৷