জুন 29, 2024
Latest:
ক্রীড়া

ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন মিতালী

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালী রাজ। নতুন প্রতিভাদের জায়গা করে দিতেই এই সিদ্ধান্ত বলে টুইটারে জানিয়েছেন ৩৯ বছরের মিতালী। ভারতীয় দলের জার্সি গায়ে ১২টি টেস্টে ৬৯৯ রান করেছেন মিতালী। সর্বোচ্চ ২১৪। একদিনের আন্তর্জাতিকে ২১২ ম্যাচে ৭৮০৫ রান রয়েছে তাঁর। যা মেয়েদের ক্রিকেটে বিশ্বরেকর্ড। রয়েছে সাতটি শতরানও। এছাড়া, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মিতালীর ৬৪টি অর্ধশতরানও রয়েছে। যা মেয়েদের ক্রিকেটে আরও এক বিশ্বরেকর্ড। ২৩ বছর আগে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল মিতালীর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচেই অপরাজিত ১১৪ রান করেছিলেন তিনি। যা এখনও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে করা শতরান। টি-২০ আন্তর্জাতিকেও ৮৯ ম্যাচে ২৩৬৪ রান রয়েছে মিতালীর ।