জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

বালুরঘাটে সাইবার প্রতারণায় মানসিকভাবে বিপর্যস্ত মোবাইল ব্যবসায়ী

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক মোবাইল ব্যবসায়ী সাইবার প্রতারকদের দ্বারা প্রতারিত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ইতিমধ্যে তিনি সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন। জানা যায়, তার নাম তপন চক্রবর্তী।

মোবাইল ব্যবসায়ী প্লে স্টোরে একটি অ্যাপ ডাউনলোড করে তারপর তার মোবাইল হ্যাক হয়ে যায়। এরপর থেকেই ঐ প্রতারকরা বিভিন্নভাবে ঐ ব্যবসায়ীকে মানসিক চাপ সৃষ্টি করে ব্ল্যাকমেইল করতে থাকে বলে অভিযোগ। ব্যবসায়ী কষ্ট করে কিছু টাকা ঐ প্রতারকদের দিয়েছেন বলেও জানান। কিন্তু মানসিক চাপ সৃষ্টির ঘটনা বাড়তে থাকায় থাকতে না পেরে তিনি সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন। ঐ ব্যবসায়ীর আরও অভিযোগ যে ঐ ব্যবসায়ীর মোবাইলে যে সমস্ত কন্টাক্ট রয়েছে সেই সমস্ত নম্বরেও ঐ প্রতারকরা বিভিন্নভাবে ব্যবসায়ীর নামে মিথ্যে কথা বলে মেসেজ করছে যে কারণে ঐ ব্যবসায়ীর সামাজিক অবস্থানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেই কারণেই ঐ ব্যবসায়ী আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে ঐ ব্যবসায়ী বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশের ব্যবসায়ীকে সর্বোচ্চ সাহায্য করবার আশ্বাস দিয়েছেন।