জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

ভ্রাম্যমাণ টিকাকরণ

এনএফবি,বহরমপুরঃ

করোনার টিকা দিতে পাড়াতেই হাজির হচ্ছে গাড়ি। থাকছেন স্বাস্থ্যকর্মীরা, থাকছে টিকা দেওয়ার ব্যবস্থা। রেজিস্ট্রেশন করিয়েই দেওয়া হচ্ছে টিকা। টিকা নেওয়ার জন্য দাঁড়াতে হচ্ছে না লাইনে। এমনই ব্যবস্থা নিয়ে বহরমপুর পুরসভা ও জেলা প্রশাসনের সহযোগিতায় বহরমপুরে চালু করা হয়েছে “ভ্রাম্যমান টিকাকরণ যান” ৷

আরও পড়ুনঃ আমলাদের কেন্দ্রীয় ডেপুটেশনে আপত্তি জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

জানা গেছে, যারা এতদিন পর্যন্ত করোনার টিকা পাননি বা করোনার দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ নেওয়া বাকি তাঁদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে । শুক্রবার বহরমপুর শহরে করোনার টিকা নিতে এলেন অনেকেই | বহরমপুর শহরের গোরাবাজার, খাগড়া সহ বিভিন্ন এলাকায় চলছে এই টিকা করণ কর্মসূচি । করোনা সংক্রমণ রুখতে ও ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ভিড় কমাতেই বহরমপুর পুরসভা ও জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে ৷

আরও পড়ুনঃ লালবাগ মহকুমা আদালতে তালা ঝুলিয়ে বিক্ষোভ