এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
আগেই ছিটকে গিয়েছিল ইস্টবেঙ্গল আর এবার ১৩১ তম ডুরান্ড কাপ থেকে বিদায় নিল মোহনবাগানও। তার মানে বাংলা থেকে ডুরান্ড নকআউটে একমাত্র মহামেডান স্পোর্টিং। সোমবার কিশোরভারতিতে নৌ সেনার সঙ্গে রাজস্থান ইউনাইটেড পয়েন্ট নষ্ট করলেই একমাত্র শেষ আটে ওঠার সম্ভাবনা ছিল এটিকে মোহনবাগানের। কিন্তু সেটা হলো না। নৌ সেনাকে ২-০ গোলে উড়িয়ে ডুরান্ড কাপের শেষ আটে পৌঁছে গেল আই লিগের দল রাজস্থান ইউনাইটেড এফসি। এদিনের ম্যাচে ৭৩ মিনিট পর্যন্ত রাজস্থান ইউনাইটেড এফসিকে আটকে রেখেছিল নৌ সেনা। নৌসেনার গোলকিপার বিষ্ণু বেশ কয়েকটি দুরন্ত সেভ করে সবুজ মেরুন ব্রিগেডের আশা বাঁচিয়ে রাখেন। তবে ৭৩ মিনিটে রাজস্থান দলের ইউসুফের গোল কিছুটা ভরসা দেয় তাঁদের আর ৮৮ মিনিটে সের্জিও বার্বোসা রাজস্থান দলের জয় কার্যত নিশ্চিত করেন। আই লিগের নতুন এই দলের সাফল্য সত্যি প্রশংসার দাবি রাখে।আসলে রাজস্থানের কাছে ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে ২-৩ গোলে হেরে যায় এটিকে মোহনবাগান। রাজস্থানের কাছে হারের পর মুম্বই সিটি এফসির সঙ্গে ১-১ ড্র করে এটিকে মোহনবাগান। আর ডার্বিতে ইমামি ইস্টবেঙ্গলকে হারিয়ে হারিয়ে অক্সিজেন পায় তারা । এরপর নৌসেনাকেও ২-০ হারায় সবুজ মেরুন ব্রিগেড । ৪ ম্যাচে ৭ পয়েন্টে শেষ করে মোহনবাগান। নৌ সেনাকে হারিয়েও রাজস্থানও ৪ ম্যাচে ৭ পয়েন্টে শেষ করল। কিন্তু হেড টু হেডের নিয়মে টুর্নামেন্ট থেকে বিদায় নিল মোহনবাগান। ইস্টবেঙ্গলের পরে মোহনবাগানের ছুটি হয়ে যাওয়ায় জৌলুস কিছুটা কমে গেলো প্রাচীন এই টুর্নামেন্টের।
এদিকে এটিকে মোহনবাগান কোচ জুয়ান এইসব নিয়ে ভাবতে চান না তার কাছে ডুরান্ড প্রস্তুতি টুর্নামেন্ট ছিল। এখন তিনি ফোকাস করছেন আগামী ৭ সেপ্টেম্বর এএফসি কাপের টুর্নামেন্টে। ম্যাচ শুরু সন্ধ্যা ৭ টায়।যুবভারতী ক্রীড়াঙ্গনেই এটিকে মোহনবাগান এশীয় মঞ্চে সফল হওয়ার উদ্দেশ্য নিয়ে নামবে মালয়শিয়ার কুয়ালা লামপুর সিটি-র বিরুদ্ধে। চলতি এশিয়া কাপের ইন্টার জোনাল সেমিফাইনালের যে ক্রীড়াসূচী প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), তাতে এটাই স্পষ্ট। গতবার এএফসি সেমিফাইনাল খেলেও স্বপ্ন পূরণ হয়নি এবার তারা স্বপ্ন সফল করতে মরিয়া ৷