জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

বঙ্গ বিভূষণ সম্মানে সম্মানিত মোহনবাগান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

পূর্ব ঘোষণা মত কলকাতার তিন প্রধানকে বঙ্গ বিভূষণ সম্মানে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নজরুল মঞ্চে মোহনবাগান ক্লাবের তরফ থেকে ছিলেন সচিব দেবাশিস দত্ত আর ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় আর সহ সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়। দেবাশিস দত্ত আগেই জানিয়েছিলেন,”এই পুরস্কার আমাদের আরও ভালো কাজ করতে প্রেরণা দেবে। আমরা ভারতের জাতীয় ক্লাব, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ উনি আমাদের কথা ভেবেছেন। নিজের ঘর থেকে সম্মান পেতে সবসময় ভালো লাগে। এটা আমাদের বড় প্রাপ্তি।” দেবাশিস দত্ত আরও জানান,” মুখ্যমন্ত্রী সবসময় আমাদের পাশে ছিলেন আর এখনও পাশে আছেন। ক্লাব তাঁবু নতুন করে সাজানোর পেছনে রাজ‍্য সরকারের বড় ভূমিকা আছে। ক্লাব তাঁবুর কাজ কিছুটা বাকি আছে। কাজ পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পর আমাদের ক্লাব তাঁবু উদ্বোধন করার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি। ক্লাবের কাজ শেষ হয়ে গেলে উনি আমাদের জানাতে বলেছেন। মুখ‍্যমন্ত্রীর সময় দিলেই সেই সময়ই আমরা ক্লাব তাঁবুর উদ্বোধন করব ভেবে রেখেছি।” বাকি দুই প্রধানের থেকে মোহনবাগান সবথেকে বেশি পুরোনো ক্লাব কলকাতার। ১৮৮৯ সালে তৈরী হয় মোহনবাগান ক্লাব। তাঁদের প্রথম সভাপতি ছিলেন ভূপেন্দ্রনাথ বসু। ফুটবল ছাড়াও ক্লাব ক্রিকেট হকি সবকিছুতেই মোহনবাগান অংশ গ্রহণ করে। ব্রিটিশদের হারিয়ে ১৯১১ সালে শিল্ড জয় তো এখনও ইতিহাসের পাতায় লেখা থাকবে। সেদিন ছিল ২৯ জুলাই সেই দিনেই ২০০১ সাল থেকে মোহনবাগান দিবস হিসেবে ঘোষণা করে ক্লাব। মোহনবাগান রত্ন সহ একাধিক পুরস্কার দেওয়া হয় তাঁদের পক্ষ থেকে। জাতীয় লিগ- আই লিগ সহ একাধিক ট্রফি আছে মোহনবাগানের ক্যাবিনেটে। এখন ক্লাব এটিকের সঙ্গে যুক্ত হয়ে ক্লাব এখন আধুনিক হচ্ছে ঝা চকচকে তাঁবু থেকে অভিনব ক্যান্টিন। প্রেস বক্সে এসি থেকে ভি আই পি বক্স তৈরী সবকিছুরই কাজ ইতিমধ্যেই চলছে।
তাঁবু সংস্করণের জন্য মোহনবাগান ক্লাবকে আর্থিক সহায়তা করেছে রাজ্য সরকার। নতুন রূপে মোহনবাগান তাঁবুর উদ্বোধন হোক মুখ্যমন্ত্রীর হাত দিয়েই। এমনটাই চাইছেন মোহনবাগানের নতুন কর্মসমিতি।