জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

কড়া নিভৃতবাসে এটিকে মোহনবাগান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

৪৮ ঘন্টায়, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে এটিকে মোহনবাগানের তিনজন খেলোয়াড়ের কোভিড পজিটিভ এসেছে। পাশাপাশি এফসি গোয়ার তিন খেলোয়াড় ও এক কোচিং স্টাফের কোভিড পজিটিভ আসে। তাই রবিবার থেকেই এফসি গোয়াকে বাধ্য হয়ে অনুশীলন বন্ধ করতে হয়। অপরদিকে করোনা আক্রান্ত হয়েছেন আইএসএলের এক ম্যাচ কমিশনার। কোভিড আক্রান্ত হয়েছেন ভেন্ডর ও নিরাপত্তা আধিকারিকরাও। আর এই কারণে গত চার দিনে করোনা পরীক্ষার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, আর যে সকল দলগুলির মধ্যে করোনা সংক্রমণের সম্ভাবনা রয়েছে, তাদের প্রতি ১২ ঘন্টা অন্তর কোভিড টেস্ট করা হচ্ছে। জানা গিয়েছে, গোটা এটিকে মোহনবাগান দলকে কড়া নিভৃতবাসে পাঠানো হয়েছে। এফএসডিএলের সিইও মার্টিন বাইন সকল দলকে মেইল করে জানিয়েছে, “লিগকে একটি ম্যাচ স্থগিত করতে হয়েছে কারণ দলের জৈব বলয়ে একটি কোভিড পজিটিভ কেস এসেছে। দলকে দুর্ভাগ্যবশত কড়া কোয়ারেন্টিনে যেতে হয়েছে। যার ফলে ম্যাচের জন্য সকল খেলোয়াড়কে পাওয়া যায়নি।”