জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

ইস্টবেঙ্গলের ফুটবলারকে দলে নিল এটিকে মোহনবাগান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবার চিরপ্রতিদ্বন্দী ক্লাবের শিবির থেকে তরুণ মিডফিল্ডার লালরিনলিয়ানা হ্নামতেকে নিয়ে এল এটিকে মোহনবাগান । মিজোরামের ১৮ বছর বয়সি এই ফুটবলারকে আগামী দু’বছরের জন্য চুক্তিবদ্ধ করল তারা। এটিকে মোহনবাগান সোশ্যাল মিডিয়ায় তা জানানো হলো।

গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে নামেন হ্নামতে। দল সফল হতে না পারলেও তিনি ফুটবলপ্রেমীদের নজর কাড়েন। এ বার এটিকে মোহনবাগান গত মরশুমের দলগঠনের কাজ শুরু করল হ্নামতেকে দিয়ে।

২০২১-২২ মরশুমে লাল-হলুদ জার্সি গায়ে ১৭টি ম্যাচ খেলে একটি গোল করেন তিনি। চেন্নাইন এফসি-র বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গল সমতা আনে তাঁর গোলেই। হ্নামতের গোল কনভারশন রেট সাত শতাংশ। গত মরশুমে বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ ফুটবলার দলে থাকা সত্ত্বেও এসসি ইস্টবেঙ্গল লিগ টেবলে সবার নীচে রয়ে যায়। সেই তরুণদের মধ্যে থেকেই একজনকে চুক্তিবদ্ধ করল এটিকে মোহনবাগান।

২০১৮-য় এফসি পুনে সিটির অনূর্ধ্ব ১৮ দলে যোগ দেন এই মিজো ফুটবলার। অনূর্ধ্ব ১৮ আই লিগে খেলেন তিনি। এর পরে হায়দ্রাবাদ এফসি-র রিজার্ভ দলে ডাক পান এবং ২০২১ পর্যন্ত সেই দলেই ছিলেন। গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলে যোগ দেন। এ বার কলকাতার আর এক দলের ঐতিহ্যবাহী জার্সি গায়ে নামতে দেখা যাবে তাকে।

আরও পড়ুনঃ অভিষেকের ক্লাবকে আনা সহ একগুছ সিদ্ধান্ত আইএফএর বৈঠকে

আইএসএল ৮ শেষ হওয়ার পরই আগামী মরশুমের জন্য দল গড়া শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান। সূত্রের খবর, স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো ভাস্কেজ ও নাইজেরিয়ান ফরোয়ার্ড বার্থোলোমিউ ওগবেচের সঙ্গে কথাবার্তা চলছে তাদের। দলের দুই তারকা ফরোয়ার্ড রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামসকে পরের মরশুমে ছেড়ে দেওয়া হতে পারে বলেও শোনা গিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও। এদিকে এএফসি কাপের গ্রুপ পর্ব এখনও তিন সপ্তাহ পরে হলেও তার প্রস্তুতি শুরু করে দিল এটিকে মোহনবাগান। মঙ্গলবার থেকে কলকাতার যুবভারতীয় ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে ২৭ জন ফুটবলারকে নিয়ে মাঠে নেমে পড়লেন দলের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। আপাতত সবুজ মেরুন ব্রিগেডের পাখির চোখ শুধুমাত্র এএফসি কাপে ভালো পারফরমেন্স করা।