জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

খুলে গেল মোহনবাগানের নয়া ক্যান্টিন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

মোহনবাগানের কাজু দার ক্যান্টিন চিকেন স্টু থেকে ঘুগনি সবার প্রিয়। এখন কর্পোরেট আঙিনায় ঢেলে সেজেছে এই ক্যান্টিন। গত দুই বছর করোনার জন্য বন্ধ ছিল, লোকসানে চলছিল এই ক্যান্টিন। আগামী মোহনবাগান দিবসের আগে ফের এই ক্যান্টিন নতুন সাজে ঢেলে সেজে উঠেছে। মোহনবাগানের ক্যান্টিনে ব্রিক্রিত খাবারগুলির মধ্যে রয়েছে যথাক্রমে, এগ রোল, চিকেন রোল। চাউ-এর মধ্যে পাওয়া যাবে ভেজ চাউ, চিকেন চাউ। শুধু তাই নয়, এখন অনেকেই খাবারের পরিমানের দিকে বেশি নজর দেন। সেই সমস্ত মানুষের কথা ভেবে চাউ-এর ফুল এবং হাফ প্লেটের ব্যবস্থাও করেছে এই ক্লাব কর্তৃপক্ষ। এখানেই শেষ নয়, পরোটা, আলুর দম থেকে শুরু করে বিভিন্ন রকমের চপ, অমলেট, মাংসের কারি, বিভিন্ন রকমের থালির ব্যবস্থাও রয়েছে এই ক্লাব ক্যান্টিনে।

এদিন ক্লাবের সোশ্যাল মিডিয়ার পেজে খাবারের আইটেম ও দাম সম্পর্কে বিস্তারিত জানানো হল।

একনজরে দেখে নিন এটিকে মোহনবাগানের ক্যান্টিনে কোন খাবারের কত দাম-

খাবারের পদ মূল্য(টাকা)

এগ রোল, চিকেন রোল ৩০, ৫০

ভেজ চাউ, এগ চাউ ৪০, ৫০

চিকেন চাউ হাফ প্লেট এবং ফুল প্লেট ৬০, ৯০

পরোটা(১টি) ১৫

আলুর দম ১০ এবং ২০

চপ-{ ভেজ, এগ, ফিশ, চিংড়ি} ১০, ৩০, ২৫, ৩০

অমলেট ২০

ঘুগনি ২০

প্লেন টোস্ট ১০

বাটার টোস্ট ২০

সুপ-{ ভেজ, চিকেন ২ পিস, মটন ২পিস} ৩০, ৭০, ১৫০

কারি-{ ডিম, চিকেন ২পিস, মটন ২পিস} ২০, ১০০, ১৭৫

থালি-{ ভেজ, ডিম, চিকেন ২ পিস, মটন ২ পিস} ৫০, ৬০, ৮০

সিঙ্গারা ২পিস ২০

কচুরি ২পিস ২০

চা ১০/১৫

কফি ২০/৩০

ফলের জুস ২০/৩০

ইতিমধ্যেই মোহনবাগান তাঁবু ঢেলে সাজাতে শুরু করে দিয়েছেন বাগান কর্তারা। চুনি গোস্বামীর নামে গেট আর পিকে বন্দোপাধ্যায়ের নামে ড্রেসিংরুম হচ্ছে। প্রেস বক্সে বসছে এসি। তৈরী হচ্ছে ভি আইপি দের জন্য আলাদা খেলা দেখার ঘর। আগামী সেপ্টেম্বর মাসে এফসি কাপে মাঠে নামবে এটিকে মোহনবাগান। মোহনবাগান দিবসের দিন প্রথম বার টিম জুয়ানের অনুশীলন করার কথা। অতীতে গঙ্গাপাড়ের ক্লাবের খাবার অনুশীলনের আগে বা পরে থাকত ফুটবলার ও কোচদের মেনুতে। এবার দেখার এই নতুন দল মোহনবাগান ক্যান্টিনের খাবার কেমন বরণ করে নেয়!