চিটফান্ডের টাকা তোলার মত গোটা রাজ্যে এজেন্ট দিয়ে টাকা তোলা হয়েছেঃ শুভেন্দু

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

“চিটফান্ডের টাকা তোলার মত গোটা রাজ্যে এজেন্ট দিয়ে টাকা তোলা হয়েছে, এটা যে একজন দুজনের কাছ থেকে টাকা নিয়েছে সেরকম নয়, বহুজনের কাছ থেকেই এই টাকা নেওয়া হয়েছে।” – শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের মালঞ্চ এলাকায় বিজেপির মজদুর সংঘের প্রতিষ্ঠাতা অনুষ্ঠানে উপস্থিত হয়ে পার্থ চ্যাটার্জির গ্রেফতারের বিষয় নিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। পাশাপাশি কলকাতা হাইকোর্ট এবং বিচারপতিদের ধন্যবাদও জানান তিনি।