এনএফবি, নিউজ ডেস্কঃ
বিগত ৭ বছরে সাড়ে আট লাখের বেশি ভারতীয় তাদের নাগরিকত্ব ত্যাগ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মঙ্গলবার সংসদে এই তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে জানিয়েছেন, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৮,৮১,২৫৪ জন ভারতীয় তাদের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। পাশাপাশি এদিন সংসদে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ১০ হাজার ৬৪৫ জন বিদেশি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। এরমধ্যে পাকিস্তানের ৭,৭৮২ জন আফগানিস্তানের ৭৯৫ জন। বর্তমানে ১০০ লক্ষের বেশি ভারতীয় বিদেশে বাস করছেন।