জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

ভর্তির দাবিতে অভিভাবকদের আন্দোলন

এনএফবি,জলপাইগুড়িঃ

পঞ্চম শ্রেণীতে ভর্তির দাবিতে বিদ্যালয়ের গেটের সামনে আন্দোলনে সামিল হল অভিভাবকরা । গতকাল বিদ্যালয়ে ভর্তির দাবিতে রাস্তায় বসে আন্দোলন দেখিয়ে ছিলেন তারা । তথাপি আজও পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে পারেনি পড়ুয়ারা।

প্রধান শিক্ষকের সাথে কথা বলে আজ একটা সিদ্ধান্ত নেওয়া হবে বলে অভিভাবকরা মনস্থির করে ছিলেন ৷ কিন্তু বেলা ১১ টা বেজে গেলেও স্কুলের গেটে তালা ঝুলতে দেখা যায় ৷ তাই তারা স্কুলের গেটের সামনে ন্যায় বিচারের আশায় বহুক্ষণ দাঁড়িয়ে থাকেন। তাদের বক্তব্য ছোট থেকে তাদের সন্তানরা ফনীন্দ্র দেব বিদ্যালয়ে পড়াশোনা করেছে চতুর্থ শ্রেণি পর্যন্ত । কিন্তু পঞ্চম শ্রেণীতে ভর্তি নেওয়া হচ্ছে না সকলকে ৷ তারা আরও জানায় স্কুল কর্তৃপক্ষ তাদের জানিয়েছে মাত্র ১৫০ জনকেই ভর্তি নেওয়া সম্ভব। চতুর্থ শ্রেণীর মোট ২৫০ জনকে ভর্তি নেওয়া সম্ভব নয় । তাই অভিভাবকদের দাবি সবাইকেই ভর্তি নিতে হবে আর তা না নিলে তারা গেটের সামনে ধর্নায় বসবেন বলেও জানা যায় ৷