এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
২০২০ সালের জুন মাসের মাঝামাঝি সময়ে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের কুসুমি এলাকায় রাজনৈতিক হিংসার শিকার হয়েছিলেন এক যুবক। অভিযোগ ছিল, তৃণমূলের আক্রমণ থেকে বাবাকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারায় পবন জানা নামে এক যুবক।
২১ শে জুন ২০২০ তে, করোনা পরিস্থিতির মাঝে পুলিশি বাধা উপেক্ষা করে শবদেহ নিয়ে দাঁতনে মিছিল করে বিজেপি। পাশাপাশি কুসুমি এলাকায় মঞ্চ খাটিয়ে প্রতিবাদ সভা করে বিজেপি। সেদিন এই শোকমিছিল ও প্রতিবাদ সভায় ছিলেন দিলিপ ঘোষ, সায়ন্তন বসু, জোতির্ময় সিং মাহাত সহ অন্য বিজেপি নেতৃত্বরা।করোনার সময় অবৈধ জমায়েত, পুলিশের বিরুদ্ধে অশালীন মন্তব্য সহ একাধিক কারণে দিলিপ ঘোষ, সায়ন্তন বসু, জোতির্ময় সিং মাহাত সহ জেলার একাধিক কার্যকর্তার নামে পুলিশ স্বতঃপ্রনোদিত মামলা করে।
মঙ্গলবার দাঁতন আদালতে এলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলিপ ঘোষ, মন্ত্রী জোতির্ময় সিং মাহাত, সহ বিজেপি জেলা নেতৃত্বরা। পাশাপাশি বাস দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালেও যান তিনি।