অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
দিল্লি ক্যাপিটালসকে পাঁচ উইকেটে হারিয়ে এবারের মতো আইপিএল অভিযান শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি হারায় চতুর্থ দল হিসাবে প্লে-অফে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
জসপ্রীত বুমরা (৩/২৫) ও রমনদীপ সিং (২/২৯) দিল্লিকে ১৫৯/৭-এ আটকে রেখেছিলেন। রভম্যান পাওয়েল (৩৪ বলে ৪৩) ও ঋষভ পন্থ (৩৩ বলে ৩৯) ছাড়া কেউ বলার মতো রান পাননি। জবাবে পাঁচ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। কার্যকরী ইনিংস ঈশান কিষাণ (৩৫ বলে ৪৮) ও ডেওয়াল্ড ব্রেভিসের (৩৩ বলে ৩৭)। তবে ১১ বলে ৩৪ রান করে ম্যাচ মুম্বইয়ের দিকে ঘোরাতে মুখ্য ভূমিকা নেন টিম ডেভিড। যদিও শূন্য রানেই কট বিহাইন্ড হয়েছিলেন ডেভিড। কিন্তু আম্পায়ার আউট দেননি। দিল্লি অধিনায়কও ডিআরএস নেননি। সেই সিদ্ধান্তই প্লে-অফের লড়াই ছিটকে দিল দিল্লিকে।