জুলাই 1, 2024
Latest:
ক্রীড়া

রোহিতের পেপটকেই ঘুরে দাঁড়াতে চায় মুম্বই

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

হারের হ্যাটট্রিক হয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বইয়ের। ইন্ডিয়ান্স দলের সেই হার ভুলে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিরুদ্ধে নামছে দল। এবার তাঁদের টার্গেট জয় ছিনিয়ে আনা। এদিন টিম মিটিংয়ে দলকে তাতালেন মুম্বই কোচ রোহিত শর্মা। তিনি জানান, “কাউকে ব্যক্তিগত ভাবে দোষ দেবো না। আমরা সাফল্য পেলেও দল হিসেবে প্রায়ই ব্যর্থ হলেও সেই দায় গোটা দলের। প্রত্যেককে জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে আরও কিছুটা মরিয়া ও প্রত্যয়ী থাকতে হবে । আইপিএলের মতো টুর্নামেন্ট যখন আমরা খেলি সেখানে এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিপক্ষ আলাদা থাকে, সব সময় তারা নানারকমের পরিকল্পনা প্রয়োগের লক্ষ্যে মাঠে নামে। কিন্তু তার মোকাবিলা করতে হলে প্রতিপক্ষদের চেয়ে আমাদের এগিয়ে থাকতে হবে। ব্যাটে-বলে আরও কিছুটা মরিয়াভাব ও জয়ের খিদে বাড়ালেই সেটা সম্ভব হবে।” তবে এখনই দলকে প্যানিকড না হওয়ারই পরামর্শ দিয়েছেন রোহিত। সতীর্থদের বলেছেন, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি দলগত সংহতি বজায় রেখেই সামলাতে হবে।