এনএফবি, কোচবিহারঃ
৪৪ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করল সংসদ। রাজ্যের প্রথম দশের মধ্যে জায়গা করে নিল মাথাভাঙ্গা বিধানসভার অন্তর্গত নিশিগঞ্জ নিশিময়ী হাই স্কুলের দুই ছাত্রী। ওই দুই ছাত্রীর নাম মুসফিকা পারভিন, সে রাজ্যে ষষ্ঠ স্থান অর্জন করে। তার প্রাপ্ত নম্বর ৪৯৩। অন্য আর ছাত্রীর নাম রুমানা খাতুন, সে রাজ্যের অষ্টম স্থান অর্জন করে । তার প্রাপ্ত নম্বর ৪৯১।
রাজ্যের মেধাতালিকায় স্থান পাওয়ায় নিশিগঞ্জ নিশিময়ী হাই স্কুলের ছাত্রী রুমানা খাতুন বলল, “রেজাল্ট দেখে আমি আমি খুব খুশি। রেজাল্ট ভালো হবে জানতাম কিন্তু এতটা ভালো হবে রাজ্যের মেধা তালিকায় নাম থাকবো ভাবিনি। আমার পড়ার নির্দিষ্ট কোন সময় ছিলনা। তবে পড়েছি। ভবিষ্যতে একদিকে ডব্লিউবিসিএস অফিসার হতে চাই অন্যদিকের প্রফেসরও হতে চাই। ভীষণ আনন্দ হচ্ছে।”