জুলাই 3, 2024
Latest:
ফিচারস্থানীয়

করোনার মাঝেই নাইরোবি ফ্লাই আতঙ্ক

এনএফবি,আলিপুরদুয়ারঃ

ফের নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। এদিকে বৃষ্টি লেগেই রয়েছে। সেই আবহেই এবার নাইরোবি ফ্লাই আতঙ্ক ছড়ালো । পাহাড় থেকে সমতলেও এই আতঙ্ক নেমে আসতে পারে বলে আশঙ্কা পতঙ্গবিদদের।

মূলত, বৃষ্টিপ্রবণ এলাকায় এই পতঙ্গের বাস। জানা গিয়েছে, মুখ, চোখ, হাতে কামড়াচ্ছে এই পতঙ্গটি। মুহূর্তেই সংশ্লিষ্ট অংশে লাল দাগ হয়ে যাচ্ছে। ক্ষতের সৃষ্টি হচ্ছে। সঙ্গে প্রচণ্ড যন্ত্রণাও হচ্ছে। জ্বরও আসছে অনেকের। এতেই আতঙ্ক ছড়াচ্ছে বিভিন্ন এলাকায়। বিষয়টি নিয়ে পরিবেশপ্রেমী ডাঃ প্রবীর রায় চৌধুরী আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একে নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই অযথা প্যানিক না করার পরামর্শই দিয়েছেন তিনি।

পরিবেশপ্রেমী ডাঃ প্রবীর রায় চৌধুরী ৷