সঞ্চারী সাহা:
প্রতিবছর ১৬ নভেম্বর দিনটিকে ‘জাতীয় প্রেস দিবস’ হিসেবে উদযাপন করা হয় ৷ ১৯৬৬ সালের আজকের দিন থেকে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে তাদের কার্যক্রমের সূচনা করে ৷
১৯৫৬ সালে প্রেস কমিশন প্রথম সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) গঠনের পরিকল্পনা করে ৷ ১৯৬৬ সালের ৪ জুলাই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) প্রতিষ্ঠিত হয় ৷ আর সেই বছরের ১৬ নভেম্বর থেকে তাদের কার্যক্রমের সূচনা হয় ৷ তারপর থেকে এই দিনটিকে ‘জাতীয় প্রেস দিবস’ হিসেবে উদযাপন করা হয়ে আসছে ৷
১৯৫৬ সালে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিষ্ঠার মাধ্যমে প্রথম প্রেস কমিশন একটি কমিটি গঠনের পরিকল্পনা গ্রহণ করে ৷ ঠিক হয় এই কমিটির সদস্যরা পেশাগত নৈতিকতার মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষায় নিজেদের নিয়োজিত করবেন ৷ জাস্টিস চন্দ্রমৌলি কুমার প্রসাদ বর্তমান প্রেস কাউন্সিলের সভাপতি ৷