জুলাই 5, 2024
Latest:
জেলাফিচার

সমুদ্রে সৈকতে হাতে কলমে এনডিআরএফ’র প্রশিক্ষণ

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে রয়েছে বিভিন্ন সমুদ্র উপকূল এলাকা। সেই সমুদ্র উপকূল এলাকা গুলিকে বিভিন্ন সময় দুর্যোগের মুখে পড়তে হয়। তার পাশাপাশি গ্রামের মানুষদেরও বারবার দুর্যোগের সম্মুখীন হতে হয়। এবার সেই সমস্ত এলাকার মানুষজনেরা যাতে ওই দুর্যোগের মোকাবিলা থেকে নিজেরা রেহাই পেতে পারে সেই নিয়ে প্রশিক্ষণ দিলেন এনডিআরএফ প্রতিনিধিরা।

বন্যা হোক অথবা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় বা দুর্ঘটনা, পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলেই উদ্ধারকার্যে নামতে দেখা যায় এনডিআরএফ-কে। প্রতিবছর বর্ষাকালে অতিবৃষ্টির কারণে জেলার নদী গুলিতে বন্যা লক্ষ্য করা যায়। সেই সব দিকের কথা মাথায় রেখেই সোমবার সমুদ্র সৈকতে হাতে-কলমে এমন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে।

নিজস্ব চিত্র

জলে ডুবে গেলে কিভাবে তাদেরকে উদ্ধার করতে হবে, হাত-পা ভেঙে গেলে কিভাবে তাদের ব্যান্ডেজ করে দুর্যোগ মোকাবেলায় যেখানে থাকার স্থান সেই স্থানে পৌঁছে দিতে হবে, প্রাথমিক চিকিৎসা কি ভাবে করতে হয় সেই সকল প্রশিক্ষণ দিলেন এনডিআরএফ’র কর্মীরা। এমনকি জলে ডুবতে থাকলে জলে ভাসতে হয় কেমন করে তার কার্যক্রমেরও প্রশিক্ষণ দিলেন তারা। বিপর্যয়ের হাত থেকে কিভাবে বাঁচানো যাবে এই সমস্ত প্রশিক্ষণ দেওয়া হয় এদিন। এলাকাবাসীরা এই প্রশিক্ষণ পাওয়ার পরে খুবই খুশি এবং উদ্বুদ্ধ হয়ে নিজেরা শেখার আগ্রহ প্রকাশ করে।