এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
মরসুমের প্রথম ডার্বিতে সুমিত পাসির আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে পরাস্ত হয় ইস্টবেঙ্গল। এই ম্যাচে হারের সঙ্গে সঙ্গে ডুরান্ডের পরবর্তী পর্বে যাওয়ার প্রায় সব আশাই শেষ হয়ে যায় লাল-হলুদ শিবিরের। তবে ১০-১২ দিনের অনুশীলনে দলের ডার্বি এটিকে মোহনবাগানের বিরুদ্ধে যে পারফরম্যান্স উপহার দিয়েছে স্টিফের কনস্ট্যানটাইনের ছেলেরা, তাতে খুশি লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
ম্যাচ প্রসঙ্গে দেবব্রত সরকার বলেন, “আমাদের দল দাঁড়িয়ে যাবে বলেই বিশ্বাস করছি। ম্যাচ প্র্যাকটিসের দরকার। তবে ১০-১২ দিন অনুশীলন করে আমরা ডার্বিতে নেমেছি। কোনও অজুহাত দিচ্ছি না, কিন্তু ফুটবল তো বিজ্ঞানসম্মত খেলা, এইভাবে প্র্যাকটিস করে, প্র্যাকটিস ম্যাচ না খেলে এই টুর্নামেন্টে খেলা যায় না।” তিনি আরও বলেন, “আমাদের ডুরান্ড খেলা উচিত হয়নি। রাজ্য সরকার ও ডুরান্ড কমিটির অনুরোধের জন্যই আমরা ডুরান্ড খেলছি। ওরা অনেক সুযোগ পেয়েছে, আমরাও সুযোগ পেয়েছি, খারাপ খেলিনি। দল যথেষ্ট লড়াই করেছে।”