জুলাই 5, 2024
Latest:
দেশফিচার

নেহেরু মিউজিয়াম এখন প্রধানমন্ত্রী সংগ্রহশালা, মুখোমুখি নেহেরু মোদী

এনএফবি ডেস্ক, নয়া দিল্লিঃ

নেহেরু মিউজিয়ামের নাম বদলে হল ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা’। বৃহস্পতিবার বি আর আম্বেদকরের জন্ম জয়ন্তীর দিন এই সংগ্রহশালাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন সংগ্রহশালার প্রথম টিকিট কিনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নিজে।

উল্লেখ্য, রাজধানী দিল্লিতে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বাসভবন তিন মূর্তি ভবনে এই মিউজিয়ামটি তৈরি হয়েছিল। এই মিউজিয়ামটিতে এতদিন পর্যন্ত শুধুমাত্র নেহেরুর স্মৃতি সংরক্ষিত ছিল। এখন থেকে সেখানে নেহেরু থেকে শুরু করে মোদী পর্যন্ত সকল প্রধানমন্ত্রীর জীবন, কাজ এবং অবদানের স্মৃতি সংরক্ষিত থাকবে। স্বাধীনতার পর থেকে দেশের ১৪ জন প্রধানমন্ত্রীর জীবন ও কার্যকালের উপর নব নির্মিত এই মিউজিয়ামে নেহেরু মোদীর অবস্থান মুখোমুখি।
প্রধানমন্ত্রীদের পাশাপাশি মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, সর্দার প্যাটেল বাবাসাহেব আম্বেদকর এবং অনান্য ব্যক্তিত্বদের অবদানও সংরক্ষিত থাকছে এখানে।

তিন মূর্তি ভবনের ৪৫ একর জায়গার মধ্যে ১০ হাজার বর্গমিটারের তিনতলা গ্র্যান্ড প্রাইম মিনিস্টার মিউজিয়ামটিতে অত্যাধুনিক প্রযুক্তিতে খোদাই করা হয়েছে নেতাদের জীবন, ভাষণ ও কাজ। ২৭১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সংগ্রহশালায় প্রধানমন্ত্রীদের জীবনী লিখেছেন বিখ্যাত সাংবাদিক ও প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর।
এই মিউজিয়ামটি তৈরির বিরোধিতা করেছিল কংগ্রেস। বিজেপি নেহেরুর অবদানকে অস্বীকার করার উদ্দেশ্যেই নেহেরুর স্মৃতি সম্বলিত মিউজিয়ামটি পরিবর্তন করে নতুন করে তৈরির সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ কংগ্রেসের।