এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
মঙ্গলবার থেকে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা কান্ডারী এক্সপ্রেসে আইসিবি বগির পরিবর্তে জার্মান প্রযুক্তিতে তৈরি এলএইচবি কোচ লাগানো হলো যা পর্যটকদের অনেকটাই স্বাচ্ছন্দ দেবে বলে মনে করা হচ্ছে ৷
জানা গেছে, আগে দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে ১৭ টি কোচ লাগানো ছিল এখন ১৮ টি কোচ লাগানো হলো এবং প্রত্যেকটি বগিতে ১০০ টি করে সিট ক্যাপাসিটি ছিল এবার থেকে প্রত্যেক বগিতে ৮০ টি করে করে সিট লাগানো হয়েছে ৷ যেখানে পর্যটকরা অনেকটা স্বাচ্ছন্দ ভাবে চলাফেরা করতে পারবেন এবং সেইসঙ্গে মালপত্র রাখার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ৷এই বগিগুলো দেখতে হবে লাল রঙের যেটাকে বলা হয়েছে এলএইচবি বগি ৷ কোচগুলো অনেকটা পরিষ্কার-পরিচ্ছন্ন হলেও যাত্রীদের মতে সিটের উচ্চতা কম হওয়ায় পা ছড়িয়ে বসতে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানা গেছে ৷তবে আরেকটি জিনিস পর্যটকরা জানিয়েছেন আগে এই বগি গুলিতে স্ক্রু কাপলিং লাগানো ছিল এখন এই বইগুলি গুলিতে সিবিসি স্ক্রু লাগানো হয়েছে ৷ ফলে আগে ট্রেন দুর্ঘটনা ঘটলে একটির পর একটি বগি চেপে গেলে বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটতো কিন্তু এই স্প্রিং লাগানোর ফলে বগিগুলো দুর্ঘটনায় পড়লে একটা পর একটা পাশে দাঁড়িয়ে যাবে উপর থেকে উপরে চাপাচাপি হবে না যার ফলে দুর্ঘটনাটা অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে ৷
তাছাড়াও এখন ট্রেনগুলোতে স্যানিটাইজারের ব্যবস্থা ভালো করে করা হচ্ছে এবং বাথরুমে কলের জল খুব পরিষ্কার-পরিচ্ছন্ন থাকছে বলে জানা গেছে ৷ তবে যাত্রীদের দাবি এই পরিষেবা যদি চালু রাখা যায় তাহলে যাত্রীরা অনেকটাই স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পারবে এবং পর্যটকদের সংখ্যা বাড়বে বলে যাত্রীরা জানিয়েছেন ৷ তবে পরবর্তীকালে সমস্ত ট্রেনেই এই ধরণের বগি লাগানো হবে বলে রেল দফতর সূত্রে জানা গেছে।
যাত্রী ৷ নিজস্ব চিত্র